চীনের জাতীয় গণ কংগ্রেসের চেয়ারম্যান উ পাং কুও ১৭ মে সিংগাপুর পৌঁছে সে দেশে তাঁর দু'দিনব্যাপী সফর শুরু করেছে ।
সিংগাপুর পৌঁছার পর তিনি লিখিত ভাষণে বলেছেন , চীন ও সিংগাপুরের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করা দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক ও দীর্ঘকালীন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ , তাও এই অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করার সহায়ক । তিনি আশা করেন এবারকার সফরের মাধ্যমে দু'দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো জোরদার এবং দু'দেশের সম্পর্কের আরো উন্নয়ন ত্বরান্বিত হবে ।
সফরকালে উ পাং কুও সিংগাপুরের প্রেসিডেন্ট এস আর নাথান , প্রধানমন্ত্রী লি ছিয়েন লুং , স্পীকার আব্দুল্লাহ তার্মুগি , মন্ত্রীসভার সদস্য লি কুয়াং ইয়ো প্রমুখ নেতাদের সঙ্গে আলাদা আলাদাভাবে সাক্ষাত্ করবেন । তা ছাড়া , তিনি চীন-সিংগাপুর বাণিজ্যিক সহযোগিতা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন ।
সিংগাপুর সফর শেষে উ পাং কুও অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড ও মালয়সিয়াও সফর করবেন ।
|