১৭মে চীনের তথ্যশিল্প বিষয়ক উপমন্ত্রী সি কুয়োহুয়া পেইচিংয়ে বলেছেন , চীন এখন পল্লী অঞ্চল , বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নত করার ব্যবস্থা নিচ্ছে । চীনের তথ্যশিল্প মন্ত্রনালয়ের উদ্যোগে ৩৭তম বিশ্ব টেলিযোগাযোগ দিবসের এক উদযাপনী অনুষ্ঠানে সি কোহুয়া এই কথা বলেছেন ।
সি কোহুয়া আরো বলেছেন , বর্তমানে চীনের টেলিফোন ব্যবহারকারীদের সংখ্যা ৬৭ কোটি , ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা প্রায় দশ কোটি , সংখ্যার দিক থেকে চীন পৃথিবীতে শীর্ষস্থানে রয়েছে । কিন্তু টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারকারী পরিবারগুলো প্র্রধানতঃ শহরাঞ্চলে কেন্দ্রীভুত । শহর ও পল্লী অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থার সমন্বিত উন্নয়ন তরান্বিত করার জন্য পরবর্তীকালে চীন গ্রামাঞ্চলে টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থার বুনিয়াদি কাজ জোরদার করবে ।
|