আফ্রিকান দেশগুলোর দারফুর সমস্যা সংক্রান্ত শীর্ষ সম্মেলন ১৬ মে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে উদ্বোধন হয়েছে ।
দুদিনব্যাপী এই সম্মেলনে সুদান সরকার ও দারফুর অঞ্চলের সরকার বিরোধী সশস্ত্র শক্তির মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হবে । লিবিয়া , সুদান , মিসর , নাইজেরিয়া , চাদ , এরিত্রিয়া ও গ্যাবনের নেতারা আর আরব লীগ ও আফ্রিকান ইউনিয়নের কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নিয়েছেন ।
আরব লীগের মহাসচিব মুসা সম্মেলনের আগে বিবৃতি প্রকাশ করে বলেছেন , আরব লীগ আফ্রিকান ইইনিয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে দারফুর সমস্যা সমাধানের কার্যকর পথ অন্বেষন করবে এবং সুদানের স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা করবে ।
একই দিন সুদান সফররত জাতি সংঘের প্রতিনিধি দলের নেতা , জাতি সংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা ব্রাহিমি খার্তুমে জোর দিয়ে বলেছেন , জাতি সংঘ আফ্রিকা ইউনিয়নের দারফুর সমস্যা নিষ্পত্তির প্রচেষ্টাকে সমর্থন করে । তিনি দারফুর সংঘর্ষে জড়িত বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে অব্যাহতভাবে আফ্রিকান ইউনিয়ন ও জাতি সংঘের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ।
|