v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-17 18:19:01    
হান আমলে শিল্প-কারখানার উত্কর্ষ

cri
    হান রাজবংশের হুই তি থেকে চিং তি (খৃঃ পূঃ ১৯৪-১৪১) রাজত্বের সময়ে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং কেন্দ্রীয় শাসনের মধ্যে নিরন্তর সংগ্রাম চলে। চিং তি সাতটি রাজ্যের বিদ্রোহ দমন করে তার সাম্রাজ্যকে আরও ঐক্যবদ্ধ করেন। উ তি'র রাজত্বকালে (খৃঃ পূঃ ১৪০-৮৭) পশ্চিম হান রাজবংশের ক্ষমতা উচ্চ শিখরে ওঠে এবং কেন্দ্রীয় সরকার অসীম ক্ষমতার অধিকারী হয়। কেন্দ্রীভূত ক্ষমতাধীন রাজনীতিক ব্যবস্থার সমর্থনকারী কনফুসিয়াসবাদের প্রসার ঘটতে থাকে এবং অন্যান্য বিরোধী ভাবধারার বিরোধিতা করা হয়। রাজকীয় বিদ্যালয়গুলোতে কনফুসিয়াসপ্রণীত পঞ্চশাস্ত্র অবশ্যপাঠ্য হিসেবে নির্ধারিত হয় এবং কনফুসিয়াসবাদ চীন দেশের একটি ধর্মবিশ্বাসে পরিণত হয়।

    পশ্চিম হান রাজবংশের রাজত্বের প্রথম কয়েকটি বছরের মধ্যে গ্রামীণ অর্থনীতি ক্রমশঃ পুনরুজ্জীবিত হতে থাকে। উ তি'র রাজত্বকালের মধ্যে কেন্দ্রীয় ক্ষমতা আরও সুদৃঢ় হলে এবং স্থানীয় সামাজিক আর্থনীতির সব বাধানিষেধ কেটে গেলে ভূস্বামীশ্রেণী এবং ব্যবসায়ীরা আরও সম্পদশালী হয়ে ওঠে। অবশ্য এই অগ্রগতির সঙ্গে সঙ্গে ভূমি মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত হয়ে ক্রমশঃ এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়।

    কারিগরী শিল্প, যা তখনও হস্তশিল্পের পর্যায়ে ছিল, তার সম্প্রসারণ হতে থাকে এবং ব্যবসায়ীরা লৌহ ঢালাই ও লবণ উত্পাদনে ব্যাপৃত থেকে প্রচুর ধনরত্নের অধিকারী হয়ে ওঠে। কোন কোন ব্যবসায়ী পরিবার হাজারাধিক লোক নিয়োগ করত। ছাংআনে এবং অন্যান্য কয়েকটি স্থানে নামকরা লৌহ-কারখানা সরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। আরও কয়েকটি সরকারী শিল্প সংস্থা ছিল যেমন সিছুয়ানের 'স্বর্ণ এবং রৌপ্য কারখানা', ছাংআনের ' পূর্ব ও পশ্চিম বস্ত্রবয়ন কারখানা' এবং ছি-এর 'তিন ঋতুর সুতীবস্ত্র কারখানা'। লক্ষ লক্ষ মুদ্রা বিনিয়োগে এই সকল কারখানা সরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। উত্পাদনের পরিমাণ এবং শিল্প কৌশল উভয় দিক থেকে তাম্র ঢালাই, লাক্ষা, কাষ্ঠ ও বাঁশের কাজ, সূচিশিল্প, রঞ্জনকার্য ও মদ চোলাই ইত্যাদি দ্রব্য তৈরীর মান পূর্ববর্তী যুগের তুলনায় অনেক উন্নত হয়।