চীনে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহা পরিচালক মা খাই ১৭ মে পেইচিংয়ে বিশ্বজোড়া ফরচুন ফোরামে ভাষণ দেওয়ার সময় বলেছেন চীন তেল বাঁচানো ও পুনর্ব্যবহার্য শক্তি সম্পদ উন্নয়নের মাধ্যমে শক্তি সম্পদের অভাব পুরণের চেষ্টা করছে ,কাজেই চীনের উন্নয়ন বিশ্বের শক্তি সম্পদের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করবে না ।
তিনি আরো বলেছেন, ২০০৪ সালে চীনের প্রতি দশ হাজার ইউয়ানের পণ্য তৈরী করতে যে পরিমান শক্তি সম্পদ ব্যয় হয়েছে তা ১৯৯০ সালের তুলনায় প্রায় অর্ধেক কমেছে । চীন এখন জল শক্তি, বায়ু শক্তি, সৌর শক্তি, মিথেন গ্যাস ইত্যাদি প্রাকৃতিক শক্তি ব্যবহারের কার্যকর ব্যবস্থা নিচ্ছে ।২০২০ সালে চীনের পুনর্ব্যবহার্য শক্তি সম্পদের অনুপাত হবে সমস্ত শক্তি সম্পদের আনুমানিক ১৩ শতাংশ ।
মা খাই জোর দিয়ে বলেছেন , শক্তি সরবরাহের ব্যাপারে চীন আত্মনির্ভরতার নীতি অনুসরণ করে । ২০০৪ সালে চীন নিজের শক্তি সম্পদের ৯৪ শতাংশ চাহিদা মিটিয়েছে ।
|