চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র ১৬ মে বলেছেন ,মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের তিন প্রকার বস্ত্র পণ্যের রফতানি সীমিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে , চীন সরকার দৃঢ়ভাবে তার বিরোধিতা করে।
তিনি আরো বলেছেন , সারা দুনিয়ায় বস্ত্র পণ্য বাণিজ্যের কোটা বাতিল করে বস্ত্র পণ্যের একীকরণ বাস্তবায়নের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে চীনের বস্ত্র পণ্যের রফতানির পরিমান বেড়েছে সত্য ,কিন্তু বস্ত্র পণ্যের দাম কমেছে । তার প্রধান কারণ , শিল্পোন্নত দেশগুলো নিজের নিজের বস্ত্র শিল্প সংরক্ষণের মাত্রাতিরিক্ত ব্যবস্থা নিয়েছে।
তিনি উল্লেখ করেছেন, চীন পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ভুল সিদ্ধান্ত সংশোধন করতে তাগিদ দিয়েছে । যথেচ্ছভাবে বাণিজ্য সংরক্ষনের পদক্ষেপ নিলে দু দেশের অর্থনৈতিক আর বাণিজ্যিক সম্পর্কের উপর কালো ছায়া পড়বে , চীন পক্ষ তা দেখতে চায় না ।
তিনি আরো বলেছেন , মার্কিন পক্ষ যদি তাঁর ভুল সিদ্ধান্তে অটল থাকে ,তাহলে চীন সরকার ডাবলিউ টি ওয়ের আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ।
|