মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রিচাড বোজেয়া ১৬ তারিখে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সংবাদিক সম্মেলনে বলেছেন,উত্তর কোরিয়া এবং দক্ষিন কোরিয়ার সংলাপ বন্ধ হবার ১০মাস পর আবার উপ-মন্ত্রী পর্যায়ের কর্ম বৈঠক শুরু হওয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানায় । তিনি আবারও উত্তর কোরিয়ার উদ্দেশ্যে শান্তিপূর্ণ উপায়ে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য ছয় পক্ষীয় বৈঠকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন , যদিও উত্তর কোরিয়া এবং দক্ষিন কোরিয়ার এই বারের বৈঠকে প্রধানতঃ উত্তর কোরিয়াকে দক্ষিন কোরিয়ার রাসায়নিক সার সাহায্য দানের সমস্যা নিয়ে আলোচনা করা হচ্ছে , তবুও মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে যে, দক্ষিন কোরিয়াও এই সুযোগে উত্তর কোরিয়াকে ছয় পক্ষীয় বৈঠকে ফিরে আসতে তাগাদা দিচ্ছে।
দুদেশ ১৬ তারিখে উত্তর কোরিয়ার দক্ষিনাংশের কেজেন শহরে উপ-মন্ত্রী পর্যায়ের কর্ম বৈঠকের আয়োজন করেছে। দক্ষিন কোরিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,দক্ষিন কোরিয়া এবারের দু দিনব্যাপী বৈঠকের সুযোগে, দুপক্ষের মন্ত্রী পর্যায়ের বৈঠক,অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিতকরণ কমিটির সম্মেলন,সেনাপতি পর্যায়ের বৈঠক ,রেডক্রস সোসাইটির বৈঠক আর বিচ্ছিন্ন পরিবারগুলোর আত্মীয়স্বজনদের মিলনের ব্যবস্থা ইত্যাদি পুনরুদ্ধারের আশা পোষণ করে।
|