চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ১৭ই মে পেইচিং থেকে রওনা হয় সিংগাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মালয়েসিয়া এই চার দেশে তাঁর ১৫দিন-ব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। এবারের সফরের প্রথম ধাপ হলো আশিয়ানের একটি গুরুত্বপূর্ণ দেশ- সিংগাপুর।
জানা গেছে, সফরকালে উ পাং কুও সে সব দেশের উচ্চ পর্যায়ের নেতা, সংসদের প্রধান ও আঞ্চলিক নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জিতক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করবেন। তাছাড়া, তিনি চীন-সিংগাপুর আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফোরাম, চীন-অস্ট্রেলিয়া আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং মালয়েসিয়ায় সারা আশিয়ানের প্রতি একটি ভাষণ দেবেন। সঙ্গে সঙ্গে এবারের সফর হাইটেক ও শক্তি-সম্পদ ইত্যাদি ক্ষেত্রে চীন এবং এ চারটি দেশের সহযোগিতাও ত্বরান্বিত করবে।
উ পাং কুও-এর সফর সঙ্গী চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির উপ-মহাসচিব ছাও ওয়েই জৌ বলেছেন, এবারকার সফর চীন এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে সমঝোতা ও আস্থা গভীরতর করবে। চীন ও এ চারটি দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে এই সফরের তাত্পর্য আছে।
|