v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-16 22:11:35    
চীনের প্রতিটি গ্রামে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগ প্রকল্প

cri
    বর্তমান চীনের শহরাঞ্চলের নাগরিকরা যখন ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্য যোগাড় করার সুবিধা পাচ্ছেন এবং তথ্যায়ন ও ডিজিটাল ব্যবস্থার বিষয় আলোচনা করছেন , পশ্চিম চীনের কিছু পল্লী অঞ্চলের কৃষকরা কিন্তু এখনো রাতে কেরোসিন তেলের বাতির আলোয় দিন কাটান , কোনো কোনো অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থাও করা হয় নি , কাজেই বেতার অনুষ্ঠান শোনা আর টেলিভিশন অনুষ্ঠান উপভোগ করা তাদের পক্ষে সত্যিই এক স্বপ্ন । কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই অবস্থার দ্রুত দেখা দিয়েছে ।

    চীনের অনেক অঞ্চলে পাহাড়-পর্বত বেশী ,বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক বিকাশের ভারসাম্যহীনতা লক্ষনীয় । চীনের দক্ষিণাঞ্চলের কতিপয় উপকুলীয় প্রদেশে মাথা পিছু উত্পাদন মূল্য ইতিমধ্যে পৃথিবীর মাঝারী ধরনের শিল্পোন্নত দেশের সামিল হয়েছে , কিন্তু মধ্য ও পশ্চিম চীনের কিছু গরীব পাহাড়ী পঞ্চলে যাতায়াত ব্যবস্থা অনুন্নত বলে অধিবাসীদের খাওয়া পরার সমস্যা সমাধান হলেও কৃষকরা বাইরের পৃথিবীর কিছুই জানেন না । এই সব অঞ্চলের উন্নয়ন তরান্বিত করার জন্য চীন সরকার বুনিয়াদি গঠনকাজ জোরদার করার সংগে সংগে দেশের অন্যান্য অঞ্চলের সংগে এই সব অঞ্চলের যোগাযোগ বাড়ানোর জন্য ১৯৯৮ সালে যে সব অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে , সেই সব অঞ্চলের প্রতিটি গ্রামে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগের সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে । চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসনের প্রধান সুই কুয়ান ছুন বলেছেন , চীনের মধ্য ও পশ্চিমাংশের কিছু গরীব অঞ্চলের অধিবাসীরা দীর্ঘদিন ধরে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগ করার সুবিধা থেকে বঞ্চিত , এটা একটা বড় সমস্যা । গ্রামবাসীদের বেতার অনুষ্ঠান শোনার আর টেলিভিশন অনুষ্ঠান উপভোগ করার সমস্যা সমাধান সংক্রান্ত সরকারী সিদ্ধান্ত কৃষকদের বিপুল সমাদর পেয়েছে । এই প্রকল্প গ্রামাঞ্চল ও শহরের ব্যবধান কমানো , গ্রামাঞ্চলের পশ্চাদপদ অবস্থান পরিবর্তনে বিরাট ভুমিকা নিয়েছে , কৃষকরা বেতার ও টি ভি অনুষ্ঠান থেকে সময়োচিতভাবে প্রয়োজনীয় তথ্য ও নীতি জানতে পারেন এবং জ্ঞান আয়ত্তকরে বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি চাষ করে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারেন ।

    গত ছয় বছর ধরে পরিচালিত এই প্রকল্পে লক্ষনীয় সাফল্য অর্জিত হয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৩ সাল নাগাদ চীনের বিভিন্ন স্তরের সরকার এই প্রকল্পে মোট ১৮০ কোটি ইউয়ান বরাদ্দ করে প্রায় দশ কোটি কৃষকের বেতার অনুষ্ঠান শোনার আর টেলিভিশন অনুষ্ঠান দেখার সমস্যা সমাধান করেছে ।

    দক্ষিণ-পশ্চিম চীনে অবস্থিত কুয়াং সি চুয়াং জাতির স্বায়তশাসিত অঞ্চল একটি সংখ্যালঘুজাতি অধ্যুষিত অঞ্চল । এটি একটি পাহাড়ী অঞ্চল , অঞ্চলটিতে বেশ কয়েকটি সংখ্যালঘু জাতি আলাদাভাবে থাকে । প্রকল্পটি বাস্তবায়নের আগে এই অঞ্চলে মাত্র অল্প কিছু গ্রামের অধিবাসীরা বেতার ও টেলিভিশন অনুষ্ঠানের সুবিধা পেতেন । সরকারের উদ্যোগে অঞ্চলের প্রতিটি গ্রামে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করার পর এই অঞ্চলের বিরাট পরিবর্তন ঘটেছে । এই অঞ্চলে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তি ম্যাদাম লিউ সিং উন বলেছেন , ১৯৯৮ সাল থেকে সমগ্র দেশের প্রতিটি গ্রামে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগ প্রকল্প শুরু হওয়ার পর ২০০২ সালের শেষ দিকে কুয়াংসি চুয়াং জাতির স্বায়তশাসিত অঞ্চলে ১৩ কোটি ইউয়ান অর্থ বরাদ্দ করে দশ হাজারেরও বেশী উপগ্রহ রিসেপশন কেন্দ্র প্রতিষ্ঠা করে ৪০ লক্ষ কৃষকের বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগের সমস্যা সমাধান করা হয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনের মধ্য ও পশ্চিম অঞ্চলের আট কোটি কৃষক এখনও বেতার ও টেলিভিশন অনুষ্ঠানের সুবিধা পান নি , তারা প্রধানতঃ পাহাড়ী অঞ্চল ও ভ্রাম্যমান পশুপালন অঞ্চলের অধিবাসী । চীন সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে যে , যে সব গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে , ২০০৫ সালের মধ্যে সেই সব গ্রামে বেতার ও টেলিভিশন ব্যবস্থা করা হবে , সেই সময় চীনে বাকী আট কোটি গ্রামবাসীর মধ্যে অনেকেই বেতার ও টেলিভিশনের সুবিধা পাবেন ।

    চীনের বিস্তীর্ণ পল্লী অঞ্চলে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করার পর গ্রামবাসীদের জীবনের বিরাট পরিবর্তন ঘটেছে । গ্রামবাসীরা বেতার ও টেলিভিশন অনুষ্ঠান থেকে অনেক তথ্য ও প্রয়োজনীয় কৃষি বিদ্যা শিখতে পারেন ,এই প্রকল্প স্থানীয় কৃষকদের আয় বাড়াতেও সহায়ক হয় । চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপপ্রধান লি সেন লিন মনে করেন , সরকারের উদ্যোগে পরিচালিত এই প্রকল্প চীনের অভ্যন্তরীন চাহিদা বাড়াতে পারে । তিনি বলেছেন , চীনের পল্লী অঞ্চরের প্রতিটি গ্রামে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগের প্রকল্পের কল্যানে কৃষকরা বেতার অনুষ্ঠান শোনা ও টেলিভিশন অনুষ্ঠান উপভোগ করতে পারেন , তাদের সাংস্কৃতিক জীবন আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে ,তারা বেতার ও টেলিভিশন অনুষ্ঠান থেকে তাদের প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পারেন , এটা কৃষকদের বিদ্যাগত মান উন্নত আর গরীব অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ও সামাজিক অগ্রগতির জন্য হিতকর । এই প্রকল্পের কল্যানে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান লক্ষ কোটি কৃষক পরিবারে প্রবেশ করেছে , কৃষকরা অনুষ্ঠান থেকে গণতন্ত্র ও আইন ব্যবস্থা সম্বন্ধে অনেক কিছু জানতে পারেন , তারা নতুন ধারন গ্রহন করে ধীরে ধীরে নিজেদেরর পুরনো ধানধারনা পরিবর্তন করবেন । এই প্রকল্প পল্লী অঞ্চলের বাজার আরো চাঙা করবে ।

    চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির মতে , পল্লী অঞ্চলের প্রতিটি গ্রামে বেতার ও টেলিভিশন অনুষ্ঠানের ব্যবস্থা সংক্রান্ত প্রকল্পটির দরুন চীনে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার ও রিসেপশন সরঞ্জামের চাহিদা অনেক বেড়েছে , এই প্রকল্প ইলেক্ট্রনিক শিল্প ও তার আনুসংগীক শিল্পের উন্নয়ন তরান্বিত করেছে । তা ছাড়া চীনের শহরাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারে যদিও রঙীন টেলিভিশন-সেট আছে , তবে পল্লী অঞ্চলে শতকরা ৭০জন কৃষক এখনো সাদা-কালো টেলিভিশন- সেট ব্যবহার করছেন । চীনের কৃষকদের আয় বাড়ার সংগে সংগে রঙীন টেলিভিশন সেটসহ বৈদ্যুতিক পন্যের চাহিদা অনেক বাড়বে , এটা চীনের জাতীয় অর্থনীতির উন্নয়নে সক্রিয় প্রভাব ফেলবে ।