ইউরোপ কমিটির তৃতীয় শীর্ষ সম্মেলন ১৬ মে সকালে পোল্যান্ডের রাজধানী ওয়ারসে উদ্বোধন হয়েছে । ইউরোপ কমিটির ৪৬টি সদস্যদেশের নেতা বা পররাষ্ট্র মন্ত্রীরা দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ।
ইউরোপ কমিটির পাল্লাক্রমিক চেয়ারম্যন দেশ- পোল্যান্ডের প্রেসিডেন্ট কওয়াসনিয়েস্কি তাঁর উদ্বোধনী ভাষণে বলেছেন , এখন ইউরোপের ইতিহাসের শ্রেষ্ঠ সময়পর্ব । তবে ইউরোপ এখনো গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। একবিংশ শতাব্দীতে ইউরোপের একায়নের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করেন ।
জানা গেছে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীরা ইউরোপের নিরাপত্তা, সন্ত্রাস দমনের সহযোগিতা এবং মাদক দ্রব্য পাঁচার দমন ইত্যাদি বিষয়ে আলোচনা করছেন ।
|