চীনের প্রধান মন্ত্রী ওয়ান জিয়া বাও ১৬ মে পেইচিংয়ে মার্কিন বাণিজ্য সমিতির চেয়ারম্যান ডোনোহের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন , মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বস্ত্র পণ্যের রফতানি সীমিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা দ্বিপাক্ষিক বাণিজ্যের সুষ্ঠু বিকাশের অনুকুল নয় ।
তিনি আরো বলেছেন , বস্ত্র পণ্যের বিশ্বায়ন বিশ্বের বহুপাক্ষীক বাণিজ্যের অগ্রগতির পরিচায়ক । চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের ভবিষ্যতের উপর দৃষ্টিপাত করে মিলিতভাবে এই সাফল্য রক্ষা করা উচিত
বাণিজ্য ক্ষেত্রে দুদেশের সহযোগিতার সাফল্য প্রসঙ্গে তিনি বলেছেন , গত বিশ বছর সমতা ও পারস্পরিক উপকারিতার ভিত্তিতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যমূল্য ৬০ গুণ বেড়েছে ।
চেয়ারম্যান ডোনোহ বলেছেন , মার্কিন সরকার ও বাণিজ্য মহল উভয়ই মনে করে , মার্কিন -চীন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ । দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সম্প্রসারণে উভয় পক্ষের উপকার হয়েছে ।
|