মার্কিন উপ পররাষ্ট্র মন্ত্রী , কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে মার্কিন প্রধান আলোচনা প্রতিনিধি ক্রিস্টোফার হিল ১৬ মে দক্ষিণ কোরিয়ার সিউলে বলেছেন , যুক্তরাষ্ট্র আশা করে ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া অব্যাহতাভাবে চলবে , যুক্তরাষ্ট্র এর জন্য প্রয়াস চালাচ্ছে ।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী বান কি মুনের সঙ্গে বৈঠককালে হিল এই কথা বলেছেন । হিল এর সঙ্গে সঙ্গে ইঙ্গিত দিয়ে বলেছেন , যদি ছ'পক্ষীয় বৈঠকের কোনো অগ্রগতি না হয় , তাহলে যুক্তরাষ্ট্র অন্য উপায়ে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধান বিবেচনা করবে ।
সেদিন হিল দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী , ছ'পক্ষীয় বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রধান প্রতিনিধি সুং মিন সুন ও একায়ন মন্ত্রী চুং তুং ইউং-এর সঙ্গেও বৈঠক করেছেন ।
বৈঠক শেষে সুং মিন সুন সংবাদদাতাদেরকে বলেছেন , অন্য উপায় আসলে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যায় যুক্তরাষ্ট্রের মৌলিক অধিষ্ঠানের পুনরোক্তি ।
|