৫৮তম বিশ্ব স্বাস্থ্যরক্ষা সম্মেলন ১৬ মে জেনিভায় শুরু হয়েছে। চীনের স্বাস্থ্যমন্ত্রীকাও ছিয়ানের নেতৃত্বাধীন একটি চীনা প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নিয়েছে ।
জানা গেছে , এই সম্মেলনে নতুন আন্তর্জাতিক স্বাস্থ্যরক্ষা বিধি আলোচনার মাধ্যমে গৃহিত হবে এবং এইডজ রোগ , সাস , বার্ড-ফ্লু , ও ম্যালারিয়া প্রভৃতি মানবজাতির স্বাস্থ্য হানিকর সংক্রামক ব্যাধির নিয়ন্ত্রন, সম্পূর্ণভাবে পোলিও রোগ নিশ্চিহৃ করা , সিগারেটের ক্ষতি কমানো , যানবাহনের নিরাপত্তা ও স্বাস্থ্যের সম্পর্ক আর প্রাকৃতিক দুর্যোগ্যের ক্ষয়ক্ষতি কমানো সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে ।
|