উত্তর ও দক্ষিণ কোরিয়া ১৬ তারিখে উত্তর কোরিয়ার গেইসংয়ে উপ-মন্ত্রী পর্যায়ের কর্মবৈঠক শুরু হয়েছে। এটা হচ্ছে দু'দেশের সরকারের মধ্যে রাজনীতি, অর্থনীতি এবং সামরিক ক্ষেত্রের সংলাপ ১০ মাস বন্ধ থাকার পর প্রথম সংলাপ।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় শান্তিপূর্ণ একায়ন কমিশনের উপ-পরিচালক কিম্ মান-জিল, দক্ষিণ কোরিয়ার একায়ন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী রী বং-জ আলাদা আলাদাভাবে দু'পক্ষের প্রতিনিধিদল নিয়ে এবারকার দুদিনব্যাপী বৈঠকে অংশ নিয়েছেন। জানা গেছে, বৈঠকের প্রধান আলোচ্যবিষয় হচ্ছেঃ দু'দেশের সম্পর্ক নিয়মমাফিক এগিয়ে নিয়ে যাওয়া, সম্ভব্য আলোচ্যবিষয় হচ্ছেঃ কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা এবং উত্তর কোরিয়ার কাছে দক্ষিণ কোরিয়ার রাসায়নিকসার সরবারহ করা।
|