১৬ মে চীনের ইন্টারনেটে রচনা সংরক্ষণের নিয়মবিধি প্রকাশিত হয়েছে। এই নিয়মবিধিতে পরিস্কারভাবে স্বত্বাধিকার লংঘন প্রতিরোধে ওয়েব সাইটের পালনীয় দায়িত্ব এবং রচয়িতাদের স্বার্থ রক্ষার অধিকার লিপিবদ্ধ করা হয়েছে ।
বর্তমানে চীনের কিছু সংখ্যক নেটওয়ার্ক ব্যবহারকারী ইন্টারলিনকেজের সাহায্যে সংগীত , চলচ্চিত্র ও সফট ওয়্যার ইন্টারনেটে স্থাপন করে ওয়েবসাইট পরিদর্শনকারীদর ডাওনলোড করতে দেন। এই নিয়মবিধি অনুযায়ী কোনো রচয়িতা যদি টের পান , কোনো ওয়েবসাইটে তাঁর রচনা প্রকাশিত হয়েছে এবং তাঁর স্বত্বাধিকার লংঘন করা হয়েছে , তাহলে তিনি নেটওয়ার্ক ব্যবসায়ীর কাছে ইন্টারলিনকেজ ছিন্ন করে ওয়েবসাইট থেকে তাঁর রচনা মুছে ফেলার দাবি জানাতে পারেন । তাঁর দাবি পুরণ না হলে সংশ্লিষ্ট সরকারী বিভাগ নেটওয়ার্ক ব্যবসায়ীর বিরুদ্ধে অনুর্ধ্ব ৩০ হাজার ইউয়ানের জরিমানা দেওয়ার নোটিস জারি করতে পারে ।
উল্লেখ করা যেতে পারে যে , চীনের জাতীয় স্বত্বাধিকার অধিদফতর ও তথ্য শিল্প মন্ত্রনালয় যুক্তভাবে এই নিয়মবিধি প্রণয়ন করেছে ।
|