v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-16 14:12:59    
লোক নাচ গানে পারদর্শী ইউন নানের ই জাতির লোকেরা

cri

    আপনারা কি এমন একটি গল্প শুনেছেন? অল্প বয়সী ছেলে মেয়েরা প্রেমে পড়লে মিষ্টি কথা বলার দরকার নেই। তারা শুধু গান গাওয়ার মাধ্যমেই মনের ভাব প্রকাশ করতে পারেন । দক্ষিণ-পশ্চিম চীনের ইউন নান প্রদেশে থাকা ই জাতির লোকেরা গান গাওয়া আর নাচ করা এই ধরনের রোমাণ্টিক পদ্ধতিতে পরস্পরের কাছে প্রেম প্রকাশ করেন । মন খোলা আর উত্সাহব্যঞ্জক ই জাতির লোকেরা তাদের দৈনন্দিন জীবনযাপনেও এমনভাবে নাচ গান করেন । নিত্য পরিশ্রমের কঠোরতা ও আনন্দ মিষ্টি সংগীত আর আনন্দময় নাচের মাধ্যমে দেখা দিয়েছে ।

 

     ইউন নান প্রদেশে চীনের বহু সংখ্যালঘুজাতির বাস । এর মধ্যে ই জাতির লোকসংখ্যা সবচাইতে বেশী । ই জাতির ৪০ লক্ষ লোকসংখ্যার অর্ধেকেরও বেশী এখানেই থাকে । ইতিহাসে ঘন ঘন স্থানান্তর আর ইউন নানের জটিল ভৌগলিক অবস্থার দরুণ এখানকার ই জাতি বহু শাখায় পরিনত হয়েছে । ভিন্ন শাখার ভিন্ন  বৈশিষ্ট্যসম্পন্ন পোষাক ও ভাষা আছে । এতে ইউন নানের ই জাতির নাচ গানের রকমারিতাও দেখা দিয়েছে ।

    'সিগারেট কেইস নৃত্য' ইউন নানের ই জাতির একটি জনপ্রিয় লোক নৃত্য । গ্রামবাসীরা এক দিকে নাচ করেন , অন্য দিকে হাতে সিগারেট কেইসের উপরে বাজান ।সুতরাং এই নাচকে 'সিগারেট কেইস নৃত্য' বলে । এই নৃত্য সংগীতের সুর স্ফুর্তিপূর্ণ এবং তা ইউন নানের মধ্যাংশের ই জাতি এলাকায় খুব জনপ্রিয় ।

    সিগারেট কেইস নৃত্য ই জাতির অন্যতম ঐতিহ্যিক নৃত্য । প্রাচীনকালে ই জাতির লোকদের পশু শিকার তত্পরতার ভিত্তিতএই নাচের জন্ম । তখন ই জাতির লোকেরা পশুর চামড়া পরে শিকার করতেন , ধীরে ধীরে লোকেরা এটা অনুসরণ করে এক ধরনের নৃত্য সৃষ্টি করেছেন । পরে তারা সিগারেট কেইস বাজাতে বাজাতে নাচ করেন ।

    চীনের কেন্দ্রীয় সংখ্যালঘুজাতি তত্ত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মাদাম হো ছিং ইউন নানের ই জাতির লোক । তিনি মনে করেন যে , সিগারেট কেইস নৃত্য এক ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন নৃত্য ।

    এই নাচ করার জন্য কনুই , কোমর আর হাতুর সমন্বিতভাবে ব্যবহার দরকার । হাটু সোজারাখলে চলে না , নত জানু হয়ে নাচতে হয় । নাচের ভঙ্গী খুবই সুন্দর , তাতে দক্ষিণ এশিয়ার নৃত্যের বৈশিষ্ট্যও দেখা যায় ।

    তিনি মনে করেন যে , ইউন নানের মধ্যাংশের ই জাতির এলাকা প্রাচীনকালের দক্ষিণ-পশ্চিম রেশমী পথে অবস্থিত বলে দক্ষিণ-পূর্ব আর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সংগে এই এলাকার আদান প্রদান ঘনিষ্ঠ ছিল । 'সিগারেট কেইস নৃত্য' দক্ষিণ এশিয় নৃত্যের কতকগুলো বৈশিষ্ট্য শিখে ই জাতির সাংস্কৃতিক উন্নয়নের একটি চিহ্নে পরিনত হয়েছে ।

    চীনের সংখ্যালঘুজাতির নাচের মধ্যে 'সিগারেট কেইস নৃত্য' অন্যতম কঠিনতম নৃত্য । এক শতাধিক ধরনের নৃত্য ভঙ্গীর পরিবর্তনে শিল্পীদের জোরালো সংগীতের তাল আর শরীরের শক্তি দেখানো যায় । ই জাতির গ্রামে যারা ভালভাবে এই নাচ করতে পারেন , তারা গ্রামবাসীদের সমাদর পান । শিল্পীরা নাচের মাধ্যমে আরো বেশী আনন্দ বোধ করেন ।

'সিগারেট কেইস নৃত্য' এক ধরনের পেশাগত নৃত্য । এটা সবাই নাচতে পারেন না । ই জাতির মধ্যে'থিয়াও লো' নামে আরেকটি ধরনের নাচ খুব জনপ্রিয় । তার অর্থ নাচ আর আনন্দ । এই ধরনের নাচ একটু সহজ । ই জাতির গ্রামবাসীরা সবাই এই নাচ করতে পারেন ।

    থিয়াও লো নাচ এক ধরনের দলগত নৃত্য । মানুষের করতালির মাধ্যমে তা করা হয় । কখনো কখনো দশ বারো জন , কখনো কখনো দু'জনই এই নাচ করতে পারেন । চীনের কেন্দ্রীয় সংখ্যালঘুজাতির তত্ত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মাদাম হো ছিং বলেছেন , থিয়াও লো নাচ এক ধরনের জনপ্রিয় আমোদ প্রমোদমূলক নাচ । উত্সব , বিয়ে , উপাসনা প্রভৃতি বহু অনুষ্ঠানে এই নাচ পরিবেশন করা যায় ।

    রাতে পাহাড়ী ই জাতির গ্রামবাসীরা সমাবেশিত হয়ে থিয়াও লো নাচ করেন । তরুণ তরুণীরা এই নাচের মাধ্যমে প্রেম করেন । বাচ্চারাও এই নাচ শিখে । তারা ছোট বেলা থেকে এই আনন্দ বোধ করে । বিবাহিতারা এই ধরনের নাচের প্রধান শক্তি। তারা নাচের মাধ্যমে এক দিনের পরিশ্রমের ক্লান্তি দূর করতে চান।

    বৈচিত্র্যময় নাচ আর সংগীতের সুন্দর সুরও ইউন নানের ই জাতির লোকদের আবেগ প্রকাশের এক ধরনের প্রনালী । ইউন নানের ই জাতির লোক সংগীত নানা রকমের । দৈনন্দিন জীবনযাপনে যা যা ঘটে , তা সব কিছু সংগীতের মাধ্যমে প্রকাশ করা যায় । যেমন , পাহাড়ে উঠা , অতিথিকে স্বাগত জানানো , মদ খাওয়া আর বিয়ে ও শেষকৃত্য অনুষ্ঠানের পরিবেশ ও অনিভূতিই সংগীতের মাধ্যমে প্রকাশ করা যায় । ই জাতির লোকেরা প্রায় সবাই গান গাইতে পারেন । ভিন্ন জাযগার লোক সংগীতের ভিন্ন বৈশিষ্ট্য আছে । ইউন নানের মধ্যাংশের মালভুমির হ্রদের তীরে থাকা ই জাতির লোকেরা ' হাই ছেই ছাং' লোক সংগীত গাইতে পছন্দ করেন ।

    হাই ছেই মানে স্থানীয় হ্রদের এক ধরনের জলজ সবজি। স্থানীয় ই জাতির লোকেরা সাধারনতঃ এই জলজ সবজি উত্তোলনের সময়ে এই গান করেন । এই ধরনের গানের সুর জটিল আর তা গাওয়ার পদ্ধতি রকমারি ।

 

   ই জাতির লোকেরা এক দিকে পরিশ্রম করেন , অন্য দিকে এই গান করেন । মাদাম সি সু লান এই ধরনের গান গাওয়ায় পারদর্শী । তিনি বলেছেন , আমি যেমন ই জাতির নাচ তেমনি ই জাতির লোক সংগীত পছন্দ করি । আমি ছোট বেলা থেকে গান গাইতে পছন্দ করি । আমাদের লোক সংগীত পূর্বপুরুষ থেকে এসেছে ।

    ই জাতির লোক সংগীতের মধ্যে প্রেমভিত্তিক নানা প্রকার বিষয় আছে । ইউন নানের ই জাতির তরুণ তরুণীদের মধ্যে প্রশ্ন করা আর প্রশ্নের উত্তর দেয়ার এমন এক ধরনের লোক সংগীত খুব প্রচলিত , যার মাধ্যমে তাদের প্রেম ব্যক্ত করা হয় ।

    এখন ই জাতির লোকরা সুখী জীবনযাপন করছেন । অর্থনীতির উন্নয়নের সংগে সংগে তাদের পুরানো জীবনধারা ও পরিশ্রমের পদ্ধতিও দূর হয়ে যাচ্ছে । কিন্তু সংগীতের মাধ্যমে মনের কথা ব্যক্ত করার স্বভাবতাদের পরিবর্তিত হয় নি । তাদের নাচ গানে আনন্দ ও সুখী জীবন চাওয়ার আশা-আকাংক্ষা দেখা দিয়েছে।