সৌদী আরবের যুবরাজ, উপ-প্রধানমন্ত্রী ও জাতীয় রক্ষী বাহিনীর সর্বাধিনায়ক আব্দুল্লাহ বিন আব্দুল-আজিজ্ ১৫ তারিখ সন্ধ্যায় রিয়াদে সফররত লেবাননের প্রধানমন্ত্রী নাগিব্ মিখাটিয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং তাঁর সঙ্গে দু'দেশের সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে বৈঠক করেছেন।
সৌদী আবরের সরকারী বার্তা সংস্থার খবরে জানা গেছে, বৈঠকে প্রধানতঃ সিরিয়ার সেনাবাহিনী সরে যাওয়ার পর লেবাননের রাজনৈতিক প্রক্রিয়া, চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন, দক্ষিণ লেবাননের পরিস্থিতি এবং সৌদী আরব ও লেবাননের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
লেবাননের কূটনীতিকরা বলেছেন, বৈঠকে মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া, দখলকৃত ফিলিস্তিনের ভূভাগের পরিস্থিতি, ইরাক সমস্যা ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে।
|