v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-16 13:44:55    
চিয়া ছিং লিনের কোলম্বিয়া সফর শুরু

cri
    কোলম্বিয়ার কংগ্রেসের চেয়ারম্যান ও সিনেটের স্পিকার লুইস গোমেজের আমন্ত্রণে চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ১৫ই মে বিকেলে বিশেষ বিমান যোগে কোলম্বিয়ার রাজধানী বোগোতায় পৌঁছে কলম্বিয়ায় তাঁর চার দিন ব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।

    বিমান বন্দরে চিয়া ছিং লিন একটি লিখিত ভাষণে বলেছেন, তিনি কোলম্বিয়ার নেতা ও বিভিন্ন মহলের ব্যক্তিদের সঙ্গে ব্যাপক যোগাযোগ, আদান-প্রদান জোরদার, সমঝোতা বাড়ানো, মৈত্রী গভীরতর করা ও সহযোগিতা ত্বরান্বিত করার অপেক্ষায় আছেন। এবারের সফর নিশ্চয়ই পুরোপুরি সাফল্য মন্ডিত হবে এবং চীন-কোলম্বিয়া সম্পর্কের সার্বিক উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগাবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

    তিনি আরো বলেছেন, কোলম্বিয়া হচ্ছে লাতিন আমেরিকার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধএকটি গুরুত্বপূর্ণ দেশ। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারাদিতে কোলম্বিয়ার ভূমিকা দিন দিন বাড়ছে। দু'দেশের মধ্যে দূরত্ব খুবই বেশী হলেও দু'দেশের জনগণ বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান বজায় রেখেছেন। বিশেষ করে ১৯৮০ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর, দু'পক্ষ রাজনৈতিক , অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, পারস্পরিক সমঝোতা ও মৈত্রীও দিন দিন বাড়ছে।

    সফরকালে চিয়া ছিং লিন কোলম্বিয়া সরকার ও সংসদের নেতাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাত্ করবেন, এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ জড়িত সমস্যা নিয়ে মত বিনিময় করবেন।