v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-16 10:58:27    
গ্রামীণফোন ফিল্ম ফর ফ্রেশার্স চলচ্চিত্র প্রদর্শনী বাংলাদেশে শুরু

cri
    বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির উর্ধ্বের উঠে এসে সমাজকে সুন্দর ও সত্যকে তুলে ধরার মতো চলচ্চিত্র নির্মাণ করতে হবে। কেননা চলচ্চিত্র সমাজকে সুন্দর ও ধ্বংস দুটোই করতে পারে। ভাল ছবি অবশ্যই ভাল দর্শককে আকৃষ্ট করবে। টিএসসি মিলনায়তনে রোববার থেকে শুরু হওয়া "গ্রামীণফোন ফিল্ম ফর ফ্রেশার্স" শীর্ষক তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, মোরশেদুল ইসলাম ও সংগঠনের সভাপতি আশরাফ সিদ্দিকী বিটু।

    বক্তারা ভাল ছবি নির্মাণের ওপর গুরুত্বরোপ করে বলেন, আজকের দিনে চলচ্চিত্র অত্যন্ত শক্তিশালী মাধ্যম। অথচ কোন সরকারই ভাল ছবি নির্মাণের জন্য সাহায্য-সহযোগিতা করছে না। এফডিসিতে ৩শ' লোক কাজ করলেও ফিডব্যাক নেই। তারা এফডিসিকে বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করে আরও বলেন, চলচ্চিত্র তথা সাংস্কৃতিক অঙ্গনে বিভাজন চলছে, যা হওয়া উচিত নয়। সর্বোপরি রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের শিল্পীরা সামনে এগুতে পারছেন না। বক্তারা বলেন, চলচ্চিত্রের ব্যাপারে অনেক ছেলেমেয়েই লেখাপড়া করতে চায়, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের ওপর কোন বিভাগ নেই। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বাংলা ছবি" দুরন্ত"প্রদর্শন করা হয়। এছাড়াও বেলা দেড়টায় ইরানের "চিলড্রেন অব দ্য হেভেন," বিকাল ৪টায় ইংল্যান্ডের "চিকেন রান" এবং সন্ধ্যা ৭টায় "মিস্টার এন্ড মিস লায়ার" ছবিসহ গতকাল মোট চারটি ছবি প্রদর্শিত হয়েছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১২টি ছবি প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

যুগান্তর থেকে