v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-16 10:24:07    
বাংলাদেশে গলাচিপায় লঞ্চডুবি ৩২ লাশ উদ্ধার শতাধিক যাত্রী নিখোঁজ(ছবি)

cri

(গলাচিপায় রোববার লঞ্চডুবির পর বুড়াগৌরাঙ্গ নদীর তীরে উদ্বেআকুল স্বজনের ছোটাছুটি)

    রোববারবেলা সাড়ে ১১টায় পটুয়াখীলী-চরমন্ত্মাজ রুটে যাত্রীবাহী লঞ্চ এমএল প্রিন্স অব পটুয়াখালী গলাচিপার চরকাজল এলাকার বুড়াগৌরাঙ্গ নদীতে নিমজ্জিত হয়েছে। নিমজ্জিত লঞ্চ থেকে এ পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনও শতাধিক যাত্রী নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ঢেউয়ের তোড়ে অনেক লাশ ভেসে যেতে দেখেছেন।

    বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় লঞ্চে আড়াই শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীবোঝাই ও অপরিপক্ক চালকের কারণেই লঞ্চটি দুর্ঘটনাকবলিত হয়েছে। পোর্ট অফিসার সুলতান মাহমুদ জানান, ৮০জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন লঞ্চটি রোববার ভোর ৫টায় যাত্রী নিয়ে চরমন্ত্মাজের উদ্দেশে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ত্যাগ করে। লঞ্চটি বুড়িগৌরাঙ্গ নদী দিয়ে যাওয়ার সময় চরকাজল লঞ্চঘাট থেকে মাত্র ৫০০ গজ দূরে ঢেউয়ের কবলে পড়ে নিমজ্জিত হয়। এ সময় যাত্রীদের ডাকচিত্কার ও আহাজারিতে আশপাশে থাকা কয়েকটি জেলে নৌকার সাহায্যে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় ৩২টি লাশ ও বেশক'জন যাত্রীকে জীবিত করা সম্ভব হয়। তবে শতাধিক যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। লঞ্চটি নিমজ্জিত রয়েছে। লোকজন ধারণা করছেন, লঞ্চটির মধ্যে আরও যাত্রী আটকা পড়েছে।

যুগান্তর থেকে