১৫ মে ইস্রাইলের হারেটজ পত্রিকার খবরে প্রকাশ, ইস্রাইল জর্দান নদীর পশ্চিম তীরের যাবতীয় শহরে অস্ত্রসজ্জিত ফিলিস্তিনী পুলিশদের স্থানীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনে রাজী হয়েছে ।
জানা গেছে ফিলিস্তিনের পুলিশ সেই সব শহরে রাইফেল নিয়ে টহল দিতে পারবেন । তবে হেবরোন শহরে শুধু ছোটো ধরনের অস্ত্র নিয়ে টহল দেওয়া যাবে ।
ইস্রাইলের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একজন উচচ পদস্থ কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন , জর্দান নদীর পশ্চিম তীরের আরো বেশী শহরের নিরাপত্তা রক্ষার অধিকার ফিলিস্তিন পক্ষের কাছে হস্তান্তরের আগে ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার কর্তৃত্ব যাতে জোরদার করা যায় তার জন্য ইস্রাইল এই সিদ্ধান্ত নিয়েছে ।
উল্লেখ করা যেতে পারে যে , গত চার বছর ফিলিস্তিন ও ইস্রাইলের মধ্যে অবিরাম সংঘর্ষ ঘটতে থাকায় ইস্রাইল জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনী পুলিশদের বন্দুক নিয়ে টহল দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ।
|