যুক্তরাষ্ট্র এই মাসের শেষ দিক থেকে প্যান্ট , সার্ট ও জামাসহ চীনের তিন ধরনের সুতিবস্ত্রের আমদানির উপর কোটা ব্যবস্থা বলবত্ করবে । হংকংয়ের বানিজ্য উন্নয়ন ব্যুরোর একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , এই কোটা ব্যবস্থা হংকংয়ের ট্রেনজিট বানিজ্যের প্রতি প্রতিকূল প্রভাব ফেলবে । যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সুবুদ্ধির পরিচয় নয় ।
হংকংয়ের বানিজ্য উন্নয়ন ব্যুরো জানিয়েছে , যুক্তরাষ্ট্রের সীমিত এই তিন ধরনের সুতিবস্ত্র হংকংয়ের ট্রানজিট বানিজ্যের ৯ শতাংশ হবে। এইসব পন্যের মূল্য প্রায় ৯০ কোটি মার্কিন ডলার । এই দায়িত্বশীল ব্যক্তি আশা করেন চীন ও যুক্তরাষ্ট্র আলাপ পরামর্শের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে পারবে ।
চীনের বানিজ্য মন্ত্রনালয়ের একজন মুখপাত্র ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছেন ।
|