জাতীয় বিকলাঙ্গ দিবস উপলক্ষে সম্প্রতি চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়ান ইউ পেইচিংয়ে বিকলাঙ্গদের কর্মসংস্থানের কাজ পর্যবেক্ষন করার সময় বলেছেন , বিভিন্ন অঞ্চল ও বিভিন্ন বিভাগকে মনোযোগ সহকারে বিকলাঙ্গদের কর্মসংস্থানের কাজ সম্পন্ন করতে হবে এবং তাদের পরিশ্রমের অধিকার নিশ্চিত করতে হবে ।
১৫মে হলো চীনের বিকলাঙ্গ দিবস , এ বছরের বিকলাঙ্গ দিবসের শ্লোগান হলোঃ সমতার ভিত্তিতে বিকলাঙ্গদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা ।
হুই লিয়ান ইয়ু আরো বলেছেন , কর্মসংস্থানের সুযোগ পাওয়া বিকলাঙ্গদের জীবনযাত্রার মান উন্নত করা , তাদের সামাজিক অবস্থান উন্নত করা আর দেশের আর্থ- সামাজিক উন্নয়নে অংশ নেয়ার প্রধান পথ । বিকলাঙ্গদের জন্য আরো বেশী ও আরো উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ যোগানোর জন্য বিভিন্ন স্তরের সরকারকে সংশ্লিষ্ট আইনবিধি ও নীতি প্রনয়ন করতে হবে ।
উল্লেখ্য, বর্তমানে চীনে বিকলাঙ্গের সংখ্যা ছয় কোটি । চীন সরকার বিকলাঙ্গদের পেশাগত প্রশিক্ষণ জোরদারের মাধ্যমে তাদের কর্মসংস্থান সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাচ্ছে ।
|