ইরানের পারমাণবিক সমস্যার উচ্চ পর্যায়ের আলোচনা প্রতিনিধি নাসেরি ভিয়েনায় বলেছেন, ইরান ও ইউরোপীয় ইউনিয়ন সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধার তত্পরতা নিয়ে প্রায় সতৈক্যে পৌঁছেছে।
তিনি ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তার সঙ্গে কয়েকটি বৈঠক শেষে এই কথা বলেছেন। তিনি বলেছেন, ব্রিটেন ইরানের পারমাণবিক সমস্যায় জাতি সংঘ নিরাপত্তা পরিষদে দাখিল করবে বলে যে হুমকি দিয়েছে তা ইরানের পারমাণবিক সমস্যা সমাধানে সহায়ক হবে না। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধার তত্পরতার প্রধান প্রতিবন্ধকতা হলো মার্কিন সরকারের প্রবল চাপ বলে যে মত প্রকাশ করা হয়েছে তা ইউরোপীয় ইউনিয়ন গ্রহণ করেছে।
তিনি আরো বলেছেন, ইরান ও ইউরোপীয় ইউনিয়ন আগামী সপ্তাহে আবার আলোচনা অনুষ্ঠান করবে। এর ফলে ইরান সরকার সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধার সংশ্লিষ্ট তত্পরতার পরিকল্পনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে জানানোর প্রক্রিয়া পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
|