চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খং ছুয়ান ১৪ মে বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন , চীন পক্ষ রাশিয়া পক্ষের কাছে নিষ্ঠার সঙ্গে রাশিয়ার পুলিশ ও চীনা শ্রমিকদের মধ্যকার সংঘর্ষ সম্পর্কে তদন্ত করার দাবি জানিয়েছে।
১১ মে সন্ধ্যায় ইরকুটসক শহরে বিদেশী কর্মীদের পরিচয় পরীক্ষার সময় রাশিয়ান পুলিশের সঙ্গে সেখানে কর্মরত দুশোরও বেশী চীনা শ্রমিকের সংঘর্ষ বাঁধে । এতে কিছু সংখ্যক চীনা শ্রমিক আহত হয়েছেন । তাঁদের মধ্যে কয়েক জন চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানকার পরিস্থিতি এখন শান্ত হয়েছে ।
মুখপাত্র খং ছুয়ান আরো বলেছেন , চীন সরকার এই ঘটনার উপর নিবিড় দৃষ্টি রাখছে । ১৩ মে চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কনসুলেট বিভাগের উপপরিচালক হুয়াং পিন চীনে নিযুক্ত রাশিয়ান দুতাবাসের একজন কূটনীতিবিদকে জরুরী তলব করে তাঁর কাছে তদন্ত করার পর দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ।
|