১৩ মে মার্কিন বাণিজ্য মন্ত্রনালয় চীনের তিন রকম বস্ত্র পণ্যের রফতানি পরিমান সীমিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র ১৪ মে তার উপর মন্তব্য করে বলেছেন , চীন সরকার দৃঢ়ভাবে মার্কিন পক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করে।
তিনি বলেছেন , চীনের রফতানিকৃত সার্ট , প্যান্ট ও জামা মার্কিন বাজারে গোলোযোগ সৃষ্টি করে নি । মার্কিন পক্ষের এই সিদ্ধান্ত ডাবলিউ টি ওয়োর সংশ্লিষ্ট চুক্তি এবং ডাবলিউ টি ওয়োর প্রণীত অবাধ বাণিজ্যের নীতি লংঘন করেছে। মার্কিন পক্ষের এই সিদ্ধান্তের দরুণ চীনের শিল্পপ্রতিষ্ঠানের প্রাপ্য মুনাফা বহুলাংশে কমে যাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক পরিবেশের প্রতি চীনের শিল্পপ্রতিষ্ঠান ও জনগণের আস্থা সাংঘাতিকভাবে ক্ষুন্ন হয়েছে ।
তিনি আরো বলেছেন , চীন ডাবলিউ টি ওয়োর আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ।
উল্লেখ করা যেতে পারে যে , মার্কিন পক্ষের এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর মার্কিন বাজারে চীনের এই রকম বস্ত্র প ণ্যের রফতানি বড়জোর শুধু ৭.৫ শতাংশ বৃদ্ধি পেতে পারবে ।
|