১৪ মে চীনের জাতীয় সমুদ্র অধিদফতর সূত্রে জানা গেছে , ২০০৪ সালে চীনের সমুদ্র-শিল্পের বাড়তি অর্থ ছিল চীনের জি ডি পির ৩.৯ শতাংশ , চলতি বছর তা হবে আনুমানিক ৪শতাংশ এবং ২০১০ সালে তা ৫ শতাংশেরও বেশী হবে ।
চীনের জাতীয় সমুদ্র অধিদফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন , গত বিশ বছরে চীনের সমুদ্র-শিল্পের দ্রুত বিকাশ হয়েছে । গত শতাব্দির আশির দশকের প্রথম দিকে সমুদ্র-শিল্পের উত্পাদন মূল্য ছিল মাত্র ২০ বিলিয়ন মার্কিন ডলার । কিন্তু গত বছর তা এক হাজার বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
উল্লেখ করা যেতে পারে যে , সমুদ্র-শিল্প ক্রমেই চীনের জাতীয় অর্থনীতির স্তম্ভে পরিণত হয়েছে । বর্তমানে সমুদ্র-শিল্পের কর্মজীবীদের সংখ্যা দু কোটি ছাড়িয়ে গেছে ।
|