v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-14 17:19:26    
হংকং-এর তথ্যমাধ্যমে লিয়েনচান আর শংছোউয়ের মূল ভূভাগ সফরের প্রশংসা

cri
    ১৪ মে হংকংএর কয়েকটি পত্রপত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় প্রতিবেদনে চীনের গুওমিনডাং পাটির চেয়ারম্যান লিয়েনচান এবং ছিংমিন পাটির চেয়াম্যান শংছোউয়ের সাফল্যজনক মূল ভূভাগ সফরের ভূয়সী প্রশংসা করা হয়েছে।প্রতিবেদনে মনে করা হয়েছে , দু নেতার মূল ভূভাগ সফর তাইওয়ান প্রণালীর দু পারের জনসাধারণের স্বাগত পেয়েছে।এ থেকে বুঝা যায় যে " স্বাধীন তাইওয়ান প্রয়াস" মোটেই জনগণের সমর্থন পায় না।

    হংকংএর ডাগং পত্রিকার এক সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়েছে, তাইওয়ান বাসী তথা হংকং বাসীরা দুই চেয়ারম্যানের মূল ভূভাগ সফরের উপর মনোযোগ দিয়েছেন এবং সফরের প্রশংসা করেছেন। তার কারণ এই যে, তারা সবাই দেশের সমৃদ্ধি আর শান্তিমূলক একায়ন দেখতে চান।

    হংকং বাণিজ্য পত্রিকার সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়েছে, তারা দুজন পর পর চীনের কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠকের পর প্রাসঙ্গিক ইস্তাহার প্রকাশিত হয়েছে।ইস্তাহারে জোর দিয়ে বলা হয়েছে , এক চীন, "স্বাধীন তাইওয়ান প্রয়াসের" বিরোধীতা এবং " ১৯৯২ সালের মতৈক্য" মেনে চলার ক্ষেত্রে একই মত অর্জিত হয়েছে।কোনো কোনো গুরুত্বপূর্ণ আর নীতিগত ব্যাপারে মতৈক্যে পৌছলে কেবল তাইওয়ান প্রণালীর দুই পাশের সর্ম্পক প্রশমিত হতে পারে এবং শান্তিপূণ আর স্থিতিশীলভাবে বিকশিত হতে পারে।