চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত ২০০৫ সালের আন্তর্জাতিক ইন্টারনেট বানিজ্য মেলা সুত্রে জানা গেছে , এ বছর চীনে ইন্টারনেটে বানিজ্যের পরিমান ৬ শ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে ।
জানা গেছে , বর্তমানে চীনে তথ্যায়নের বুনিয়াদি কাজ জোরদার করা হচ্ছে , ইন্টানেটে কেনাবেচার ব্যবস্থা প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে । এইসব চীনে ইন্টারনেটে বানিজ্যের স্থিতিশীল প্রসারে বলিষ্ঠ সমর্থন দিয়েছে । তাছাড়া , ইন্টারনেট বানিজ্য বাড়ানোর জন্য চীনের বিভিন্ন জায়গায় প্রচুর ওয়েবসাইট কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । বিশেষ করে কৃষি ও পল্লী অঞ্চলের জন্য প্রতিষ্ঠিত ওয়েবসাইট কেন্দ্রগুলো কৃষি পন্যের বিক্রি ও কেনাবেচা আর কৃষি সংক্রান্ত প্রযুক্তির জনপ্রিয় ক্ষেত্রে সাহায্য করেছে । এইসব ব্যবস্থার কল্যাণে চীনে ইন্টারনেটে পন্য কেনাবেচার পরিমান ক্রমেই বাড়ছে ।
|