১৩ মে সন্ধ্যায় উজবেকিস্তানের প্রেসিডেন্টের তথ্য বিভাগ ঘোষনা করেছে , উজবেকিস্তানের আনদিজহানের সশস্ত্র সংঘর্ষের নিষ্পত্তি হয়েছে ।
জানা গেছে , ১২ মে সন্ধ্যায় একদল অজ্ঞাত-পরিচয় সশস্ত্র ব্যক্তি আনদিজহান শহরের পুলিশ ফাড়ি ও সেনানিবাসে আক্রমন চালিয়ে কয়েক ডজন অস্ত্র কেড়ে নিয়েছে এবং জেলখানায় ঢুকে কিছু বন্দীদেরছেড়ে দিয়েছে। ১৩ মে সশস্ত্র ব্যক্তিরা বর্তমান সরকারের পদত্যাগের দাবী জানিয়ে প্রতিবাদ অভিযান চালিয়েছে । উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিনোভ জরুরী ভিত্তিতে আনদিজহান শহরে গিয়েছেন । ১৩ মে সন্ধ্যায় উজবেকিস্তানের সরকারী বাহিনী সশস্ত্র সংঘর্ষের বিরুদ্ধে আক্রমন চালিয়ে সংঘর্ষের নিষ্পত্তি করেছে , প্রেসিডেন্ট কারিনোভ ইতিমধ্যে রাজধানী টাশ্কান ফিরে গেছেন ।
রাশিয়া সঙ্গে সঙ্গে এই সশস্ত্র সংঘর্ষের নিন্দা করেছে । জেলখানা থেকে বেরিয়ে আসা বন্দীদের মধ্যে সন্ত্রাসী ব্যক্তি থাকতে পারে বলে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে । মার্কিন পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র রিচার্ড বৌছার সংঘর্ষেলিপ্ত বিভিন্ন পক্ষকে সংযম বজায় রাখার অনুরোধ করেছেন ।
|