১৩ মে পাকিস্তানের জাতীয় সংসদে গৃহীত একটি প্রস্তাবে কিউবার গুয়ানতানামো সামরিক ঘাঁটিতে কোরআনা অবমাননার নিন্দা করা হয়েছে ।
গুয়ানতানামো সামরিক ঘাঁটিতে বন্দীদের সঙ্গে এই দু:খজনক আর অগ্রহণীয় ব্যবহারের জন্য প্রস্তাবটিতে তীব্র অসন্তুষ প্রকাশ করা হয়েছে এবং মার্কিন সরকারের কাছে এই জঘন্য ঘটনা তদন্ত করে দোষীদের উপযুক্ত বিচারের দাবি জানানো হয়েছে।
জানা গেছে , পাকিস্তানের জাতীয় সংসদে এই ঘটনা নিয়ে বিতর্ক চলাকালে ,ক্ষমতাসীন পার্টি ও বিরোধী পার্টির সংসদ সদস্যরা সবাই সারা দুনিয়ার মুসলমানদের কাছে ক্ষমা চাইতে মার্কিন সরকারকে তাগিদ দিয়েছেন ।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাহতিয়ার এক বিবৃতিতে বলেছেন , পাকিস্তান সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মার্কিন সরকারের প্রতি আহবান জানিয়েছে।
|