চীন ও যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিকদের গবেষণা অনুসারে দক্ষিণপশ্চিম চীনের কুয়েচৌ প্রদেশ আবিষ্কৃত লিচানের মতো ৩টি ফসিল সম্ভবত: পৃথিবীর প্রাচীনতম লিচানের ফসিল । তাঁদের গবেষণালব্ধ সাফল্য মার্কিন "সায়েন্স" পত্রিকার ১৩ মে সংখ্যায় প্রকাশিত হয়েছে ।
চীনের প্রাচীন জীব-বিজ্ঞানীরা পরশু বছর কুয়েচৌ প্রদেশে এই ৩টি ফসিল সংগ্রহ করেছেন । সেগুলোর আকার ও গঠন প্রায় হুবহু বর্তমানকালের লিচানের মতো । চীন ও যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিকরা এই ৩টি ফসিল নিয়ে গবেষণা করে আবিষ্কার করেছেন যে , এই সব ফসিল আজ থেকে ৬০ কোটি বছর আগেকার । অথচ এর আগে বৈজ্ঞানিকদের ধারণা ছিল স্কটল্যান্ডে আবিষ্কৃত লিচানের ফসিলই প্রাচীনতম লিচানের ফসিল , এটি আজ থেকে ৪০ কোটি বছর আগেকার ।
|