রাশিয়ার উত্তর ককেসীয় সন্ত্রাস দমন কমান্ডের মুখপাত্র ইলিয়া শাবালকিন ১৩ তারিখে সংবাদমাধ্যমকে বলেছেন , চেচনিয়ার তিনজন অবৈধ অস্ত্রধারী ব্যক্তি স্বেচ্ছায় রাশিয়া কর্তুপক্ষের কাছে আত্মসমর্পন করেছে , এর মধ্যে একজন চেচনিয়া অবৈধ সশস্ত্র বাসায়েফ সংস্থার সদস্য ।
মুখপাত্রটি বলেছেন , তিনজন আত্মসমর্পনকারী ব্যক্তির সহযোগিতায় রাশিয়ার আইন রক্ষীসংস্থা অন্যান্য অবৈধ অস্ত্রধারী ব্যক্তিদেরতল্লাশী করছে । রুশ বাহিনী ও পুলিশ ইতিমধ্যে তাদের এক গোলাবারুদের গুদাম আবিস্কার করেছে এবং বিপুল পরিমানের অস্ত্র ও গোলাবারুদ দখল করেছে ।
শাবালকিন বলেছেন , রাশিয়ার আইন রক্ষী সংস্থা অন্য ৬জন অবৈধ অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে বৈঠক করছে ।
গত বছরের সেপ্টেম্বর মাসে রাশিয়ার উত্তর ওসেতিয়ান প্রজাতন্ত্রের বেস্লান শহরে পনবন্দী ঘটনায় ৩৩০জন মারা গেছেন , এর পর রাশিয়া চেচনিয়ার অবৈধ অস্ত্রধারী ব্যক্তিদের দমন জোরদার করেছে । এ বছরের শুরু থেকে এ পর্যন্তচেচনিয়ার অবৈধ অস্ত্রধারী ব্যক্তিদের সর্দার মাসখাদোফ সহ কয়েক ডজন অস্ত্রধারী ব্যক্তি নিহত হয়েছে ।
|