চলতি বছরে যে চীনের ১ শতাংশ লোকসংখ্যার নমুনা-নিরীক্ষার কাজ চালানো হবে চীন ইতিমধ্যে তার প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে । এর পুঃখানুপুঃখ তদন্ত কাজ আগামী ১ নভেম্বর শুরু হবে ।
১২ তারিখে আয়োজিত চীনের রাষ্ট্রীয়পরিষদের এক সভায় প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে । সভায় চীনের উপপ্রধানমন্ত্রী চেন পেইইয়েন উল্লেখ করেছেন , সঠিকভাবে লোকসংখ্যার মৌলিক অবস্থা আয়ত্ত করা , লোকসংখ্যার গুনগতমানের অবস্থা পরিস্কারভাবে জেনে নেয়া আর শ্রমশক্তির তদন্ত কাজ ভালভাবে করা এবারের নিরীক্ষা কাজের কর্তব্য । তিনি বিভিন্ন স্তরের পরিসংখ্যান বিভাগের উদ্দেশ্যে বৈজ্ঞানিকভাবে নিরীক্ষার নমুনা বেছে নেওয়া ,ডাটা-ব্যবস্থা উন্নত করা ,ডাটার গুনগতমান ও বিজ্ঞানতত্ত্ব বাড়ানো ,তদন্ত-ডাটা তালিকাভূক্ত করে রিপোর্টদাখিল করা এবং যে ডাটা নিয়েছে তার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তাবিধান করার আবেদন জানিয়েছেন ।
জানা গেছে , নিরীক্ষাকাজটি চীনের বিভিন্ন অঞ্চলের ৬০ হাজারটি আবাসিক এলাকার ১কোটি ৩০ লক্ষ লোকসংখ্যার মধ্যে চালানো হবে ।
|