v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-13 19:24:23    
জীবনের লক্ষ্য

cri
    আজকের অনুষ্ঠানে আমরা একটি নতুন বিষয় বলবো , তা হলো জীবনের লক্ষ্য। আমি বিশ্বাস করি , বিভিন্ন বয়সে আপনাদের প্রত্যেকের লক্ষ্য ভিন্ন । শৈশবে, পড়া-লিখার সময়ে এবং এখন আপনাদের লক্ষ্যকি ?একই রকম ? আমি জানতে আগ্রহী ।

    আমি বিশ্বাস করি , শৈশবে আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য খুব মজার । শৈশবে বাবা-মা সবসময় নিজের ছেলে-মেয়েকে একই প্রশ্ন করেন , তা হলো , বড় হয়ে তুমি কি কাজ করতে চাও ? তার উত্তর খুব মজার এবং বৈচিত্রময়। পেইচিংয়ে গরমকালে আবহাওয়া খুব গরম । তাই ছেলে-মেয়েরা আসইক্রিম খেতে খুব পছন্দ করে। তাই সেসময়ে , অনেক ছেলে-মেয়ের আদর্শ হলো ভবিষ্যতে আইসক্রিম বিক্রী করবে । কিছু কিছু ছেলে গাড়ী খুব পছন্দ করে , তাই তারা আশা করে , ভবিষ্যতে একজন ড্রাইভার হবে । আমার মনে হয় , সেসময়ে বেশীর ভাগ ছেলে-মেয়ের লক্ষ্য ছিল , ভবিষ্যতে শিক্ষক , ডাক্টার , সৈন্য বা বিজ্ঞানী হবে । শৈশবে আপনার জীবনের লক্ষ্য কি ? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বলবেন।

    শৈশবের চেয়ে পড়া-লিখার সময়ে আমাদের জীবনের লক্ষ্য আরো বাস্তব। আমার মনে হয় , পড়া-লিখার সময়ে আমার লক্ষ্য ছিল একটি ভালো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা । সেসময়ে আমার অনেক সহপাধীর লক্ষ্য আমার মতো । তাই , এই আদর্শ বাস্তবায়নের জন্যে প্রতিদিন আমরা চেষ্টা করে পড়া-লিখা করি । এই সময়ে , আমাদের অধিকাংশই ভবিষ্যতে নিজের চাকরির লক্ষ্য নির্ধারণ করি এবং এর জন্যে প্রচেষ্টা চালাই । কিছু কিছু বন্ধু আশা করেন , উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পর বিদেশে গিয়ে পড়া-লিখা করবেন , তাই তারা খুব ভালো করে ইংরেজি শেখেন। কিছু কিছু বন্ধু কম্পিউটার পছন্দ করেন , তাই তারা চেষ্টা করে গণিতবিদ্যা অব্যয়ন করেন , কিছু কিছু বন্ধু সাহিত্য পছন্দ করেন , তারা দেশী-বিদেশী অনেক বই আর উপন্যাস পড়েন । আমরা সবাই নিজেদের জীবনের লক্ষ্য বাস্তবায়নের জন্যে প্রচেষ্টা চালাই । এটা খুবই গুরুত্বপূর্ণ । তাই না ?

    স্নাতক হবার পর , আমরা সমাজে প্রবেশ করি । এই সময়ে , আমাদের প্রত্যেকজনের লক্ষ্য ভিন্ন । বেশীর ভাগ পুরুষ আশা করেন , একটি ভালো চাকরি এবং বেশীর ভাগ নারী আশা করেন , একজন ভালো স্বামী । তার পর , সময়ের পরিবর্তনের সংগে সংগে আমাদের লক্ষ্যপরিবর্তন হয় । চাকুরী জীবনে প্রবেশ করার , প্রথম সময়ে , আমার লক্ষ্যহলো একজন ঘোষিকা হবো , তার পর , আমি আশা করি , একটি ভালো অনুষ্ঠান পরিচালনা করবো । কিন্তু এখন , আমি শুধু আশা করি , একজন ভালো মা হবো । এটা হচ্ছে এসময়ে আমার উত্তম ইচ্ছা ।

    আমি বিশ্বাস করি , চাকুরী জীবনে প্রবেশ করার পর , আমাদের প্রত্যেকে প্রত্যেকের লক্ষ্য আরো বাস্তব , এবং এটা বাস্তবায়নের জন্যে একটানা প্রচেষ্টা চালাই । হয়তো এর প্রক্রিয়ায় আপনাদের অনেক গল্প আছে , দয়া করে চিঠি বা ইমেইলের মাধ্যমে আমাদের বলবেন ।

    আমার প্রিয় বন্ধুরা , অনুষ্ঠানের সময় বেশী নেই। আজকের অনুষ্ঠানের শেষে আমি বলতে চাই , আজকের অনুষ্ঠানে আমার এই বিষয় বেছে নেয়ার কারণ হলো , আমি বিশ্বাস করি , আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য আছে এবং তা আমাদের প্রতিদিনের সংগী । কিন্তু শুধু লক্ষ্য থাকাটাই যথেষ্ট নয় , আমাদের লক্ষ্য বাস্তবায়নের জন্যে প্রচেষ্টাও চালানো উচিত ।