দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুন খুয়াং ওং ১৩ই মে সিওলে বলেছেন, দক্ষিণ কোরিয়া সরকার শান্তিপূর্ণ পদ্ধতিতে কোরীয় পারমাণবিক সমস্যা সমাধানের মতাধিষ্ঠান পোষণ করবে এবং বিশ্বাস করে যে, পারমাণবিক সমস্যা ছয়-পক্ষীয় বৈঠকের কাঠামোতে সমাধান করা যায়।
ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সংস্থার আমন্ত্রণে ইয়ুন খুয়াং ওং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি ও সরকারী প্রতিরক্ষা নীতি সম্পর্কে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, দক্ষিণ কোরিয়া সরকার ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে কোরীয় পারমাণবিক সমস্যার সমাধানের কূটনৈতিক প্রয়াস চালছে। কোরীয় পারমাণবিক সমস্যা ছ-পক্ষীয় কাঠামোতে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। উত্তর কোরিয়া ধাপেধাপে দঃ কোরিয়া সরকারের সত্যিকার শান্তি বাস্তবায়ন ক্ষেত্রে সহযোগিতা চালানোর ইচ্ছা উপলব্ধি করছে। দঃ কোরিয়া পরিবর্তন ও সংলাপের পথ বেছে নেবে।
তিনি আরো বলেছেন, কোনো মতেই উঃ কোরিয়াকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া যায় না। দঃ কোরিয়া সরকার দৃঢ়ভাবে শান্তিমূলক পদ্ধতিতে কোরীয় পারমাণবিক সমস্যা সমাধানের মতাধিষ্ঠান পোষণ করবে।
|