দু'দিনব্যাপী চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক রণনৈতিক উচ্চ ফোরাম ১৩ মে পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। চীন ও ইউরোপীয় ইউনিয়ন দু'পক্ষের বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক ২০ বছরে চীন ও ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা করেছে এবং তথ্য ও প্রযুক্তি, শক্তিসম্পদ, জীবানু প্রযুক্তি, বিমান চলাচল ও মহাকাশ অভিযান ইত্যাদি ক্ষেত্রে লক্ষনীয় অগ্রগতি অর্জন করেছে। দু'পক্ষ তথ্য প্রযুক্তি, জীবানু প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে দু'পক্ষের যৌথ প্রকল্প ও বৃহদাকার গবেষণার অবকাঠামো উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতায় দু'পক্ষের লোকপ্রশাসন ও ব্যক্তিগত পুঁজিবিনিয়োগ বাড়ানো সহ নতুন সহযোগিতামূলক উপায় অনুসন্ধান করবে।
|