জাপানের কমিউনিষ্ট পার্টির চেয়ারম্যান ফুয়া তেতসুজো ১২ তারিখে টোকিওতে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমির প্রতি ক্ষমতাসীন থাকাকালে প্রথম শ্রেণীর যুদ্ধাপরাধীদের ফলকযুক্ত ইয়াসুকুনি সমাধিতে আর শ্রদ্ধা তর্পন না করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ইয়াসুকুনি সমাধিতে প্রতিফলিত মৌলিক লক্ষ্যের সঙ্গে নব্য নাত্সিদের কোনো তফাত নেই। কোইজুমির উচিত এশিয়ার বিভিন্ন দেশে জাপানী আগ্রাসনের ইতিহাসের জন্য গভীর আত্মসমালোচনা করা এবং পাঠ্যপুস্তকে সত্যিকারভাবে ঐতিহাসিক সমস্যা লিপিবদ্ধ করা।
কোইজুমি আগ্রাসী যুদ্ধের জন্যে আত্মসমালোচনা না করে উলটা আচরণ করছেন বলে ফুওয়া তার সমালোচনা করেছেন।
|