জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১২ তারিখে সুদানের দারফুর অঞ্চলের পরিস্থিতি আলোচনা করার পর পরিষদের চেয়ারম্যানের নামে বিবৃতি প্রকাশ করে দারফুর সংকট নিষ্পত্তিতে আফ্রিকান ইউনিয়নের প্রধান ভূমিকা পালনের প্রতি আরেক বার সমর্থন ঘোষনা করেছেন ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সুদানে জাতিসংঘের বিশেষ দল দারফুর অঞ্চলে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর অভিযানে সাহায্য করবে। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন আর অন্যান্য চাঁদাদাতা দেশগুলোর প্রতি আফ্রিকান ইউনিয়নের প্রচেষ্টা সমর্থন করার আহ্বান জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নাইজেরিয়ার রাজধানি আবুজায় শান্তি আলোচনা চালাতে তাগিদ দেয়া হয়েছে,যাতে যথাশীঘ্র দারফুর সংকট নিষ্পত্তি করা যায়।
এর আগে, জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান নিরাপত্তা পরিষদের কাছে দাখিল করা একটি রিপোর্টে বলেছেন , সুদান সরকারের সমর্থিত সশস্ত্র বাহিনী আর সরকার-বিরোধী সশস্ত্র বাহিনী এখনও দারফুরে গুলি বিনিময় করছে, শান্তি আলোচনা অচলাবস্থায় পড়েছে।
|