১২ তারিখে জোর্জিয়ার স্পীকার নিনো বুর্দজানাদ্জ বলেছেন, জোর্জিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি সংক্রান্ত দু'পক্ষের আলোচনা অগ্রগতি অর্জন করতে না পারলে, এই মাসের ১৫ তারিখে জোর্জিয়া সরকার একতরফাভাবে রাশিয়ার সামরিক ঘাঁটি বাতিল হওয়ার কথা ঘোষণা করবে । তিনি আরো বলেছেন, রাশিয়া বাহিনী জোর্জিয়া থেকে সরিয়ে নেয়া দু'দেশের সম্পর্ক ত্বরান্বিত করার অনূকুল ।
বর্তমানে, জোর্জিয়ার অর্থমন্ত্রণালয় রাশিয়ার সামরিক ঘাঁটির সংশ্লিষ্ট ঋণ পরিসংখ্যান করতে শুরু করেছে, এবং বলেছে যে, জোর্জিয়ায় রাশিয়ার দু'টি সামরিক ঘাঁটির বিরাট অংকের ঋণ হয়েছে ।
জোর্জিয়া পক্ষের অধিষ্ঠানের বিরুদ্ধে, ১২ তারিখে রাশিয়ার পররষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলেছেন, জোর্জিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি হুমকির সম্মুখীন হলে, রাশিয়া পক্ষ যথাযথ ব্যবস্থা নেবে । একইদিনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য ব্যুরোর প্রধান ভয়াছেস্লাভ সেদোভ বলেছেন যে,জোর্জিয়া সরকারের সংশ্লিষ্ট বক্তব্য হচ্ছে " অনুপযুক্ত আদায়" । তিনি বলেছেন, দু'পক্ষের উচিত গঠনমুলক মতাধিষ্ঠানের ভিত্তিতে রাশিয়ার ঘাঁটি প্রত্যাহ্যার প্রশ্ন নিয়ে চুক্তি স্বাক্ষর করতে চেষ্টা করা।
|