v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-13 13:30:19    
৯ম ওলিম্পিক গেমস

cri
    ১৯২৮ সালের ১৭ মে থেকে ১২ আগস্ট পর্যন্ত ,নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে ৯ম ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ১৯২৫ সালে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান কৌবের্টিন পদত্যাগ করেন এবং বেলজিয়ামের বায়ে লাটুর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তখন ওলিম্পিক কমিটির গঠিত সংস্থা খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। কিন্তু নেদারল্যান্ডের সরকার এবং ওলিম্পিক কমিটি দক্ষতার সঙ্গে সে সংকট মোকাবেলা করেছে। তথ্য মাধ্যম এবং নেদারল্যান্ডের জনগণের সমর্থনে সেবার ওলিম্পিক গেমস সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

    ১৯২৮ সালের ২৮ জুলাই ৯ম ওলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলেও ৯ম ওলিম্পিক গেমসের কিছু প্রতিযোগিতার ইভেন্টে ১৭ মে শুরু হয়। সেবার ৪৬টি দেশের ২৯৭১জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তার মধ্যে নারী খেলোয়াড় ছিলো ২৯০জন। চীনের সোং রু হাই পর্যবেক্ষক হিসেবে সেবারকার ওলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। যা ছিলো চীনের প্রথম আনুষ্ঠানিক ওলিম্পিক গেমসে অংশ গ্রহণ। তাছাড়া, জার্মানও সেবছর ওলিম্পিক গেমসে আবার অংশ নিয়েছিলো।

    ৯ম ওলিম্পিক গেমসে শুটিং ,টেনিস, রাগবি ইত্যাদি ইভেন্ট বাতিল করা হয়। ১৯২৪ সালে নারীরা ওলিম্পিক গেমসে অংশ নেয়ার পর, ৯ম ওলিম্পিক গেমসেও ৫টি ইভেন্টে অংশ গ্রহণ করেছে।নারী দৌঁড়-ঝাঁপ গোলক নিক্ষেপের ১০০ মিটারের খেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ১৭ বছর বয়সের মেয়ে শীরোপা অর্জন করে। তিনি আধুনিক ওলিম্পিক ইতিহাসের প্রথম নারী শীরোপা অর্জনকারী। সেবারই ওলিম্পিক গেমসে কয়েকটি নতুন বেকর্ড সৃষ্টি হয়েছিলো।

    ৯ম ওলিম্পিক গেমসে প্রথম ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য দেয়ার ব্যবস্থা বাস্তবায়ন করা হয়। তার মধ্যে কোকা কোলা কোম্পনি হাজার হাজার কোকা কোলা প্রদান করেছে। নেদারল্যান্ডের কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানের ছবি তুলে ব্যবসায়ীকভাবে বিক্রয় করেছে।

    ৯ম ওলিম্পিক গেমসে স্বাগতিক দেশের বিশেষ আমন্ত্রণে জার্মানের বার্লিন ক্রিড়া ইন্সটিটিউট দল অনুষ্ঠানে তাদের ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছে। এই ক্রীড়া নৈপূণ্য বিভিন্ন দেশের ক্রীড়া মহলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।