v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-12 21:56:39    
হু চিন থাও আর সুং ছু ইয়ু সাক্ষাত

cri

    চীনের কমিউনিস্ট পার্টির সাধারন সম্পবাদক হু চিন থাও ১২ই মে পেইচিংয়ে ছিন মিন পার্টির চেয়ারম্যান সুং ছু ইয়ু ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেছেন।

    সাক্ষাত্কালে হু চিন খাও বলেছেন, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন হচ্ছে দু'তীরের জনগণের অভিন্ন প্রত্যাশা। দু'তীরের বিভিন্ন পার্টির নেতাদের উচিত বর্তমান গতিধারা অনুসরণ, জনগণের মনোভাব গ্রহণ, দু'তীরের উন্নয়ন ও সমৃদ্ধি এবং গোটা চীন দেশের মহা পুনরুজ্জীবনের জন্য প্রয়াস চালানো। তিনি বলেছেন, বর্তমানে দু'তীরের সম্পর্ক একটি চাবি কাঠিমূলক অবস্থানে রয়েছে। দু'পার্টির উচিত সক্রিয় প্রয়াস চালিয়ে দু'তীরের জনগণের কাছে দু'তীরের সম্পর্ক শান্তিমূলক ও স্থিতিশীল উন্নয়নের সম্ভাবনা ও ভবিষ্যত দেখানো । পৃথিবীর জনগণের কাছে প্রমান করতে হবে যে চীনাদের দু'তীরের সমস্যা ও ভেদাভেদ সমাধান করার সামর্থ্য ও বুদ্ধি আছে।

    হু চিন থাও আবার ঘোষণা করেছেন যে, এক-চীন-নীতি ও "৯২ সালের ঐক্যমত" পালনের ভিত্তিতে,যে কোনো ব্যক্তি ও পার্টি, অতীতে যাই বলুক বা করুক, আমরা তাদের সঙ্গে দু'তীরের সম্পর্ক ও উন্নয়ন এবং একীকরণ বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক।

    সুং ছু ইয়ু বলেছেন, মূলভূভাগের সংস্কার ও উন্মুক্তনীতির সৃষ্টপরিবর্তন ও অগ্রগতি দেখে তিনি খুব আনন্দিত বোধ করেন। তিনি বলেছেন, ছিন মিন পার্টি "৯২ সালের ঐকমত" সমর্থন, স্বাধীন থাইওয়ান প্রয়াসীদের বিরোধীতা এবং শান্তি-ভালবাসা এই তিনটি মতাধিষ্ঠান দৃঢ়ভাবে পোষণ করবে। তিনি মনে করেন, শান্তিপূর্ণ পরিস্থিতিতে দু'তীর আরো মহা সাফল্য অর্জন করবে।