চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র খুছুয়েন ১২ তারিখে পেইচিংয়ে বলেছেন , উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যেকার যোগাযোগ কোরিয়া উপদ্বীপের পারমানবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু হওয়ার অনুকূল হবে বলে চীন প্রতীক্ষা করছে ।
সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময়ে খুংছুয়েন বলেছেন , উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্র আবার ছ'পক্ষীয়বৈঠক শুরু করা সম্পর্কে সম্প্রতি যে মত প্রকাশকরেছে তার ইতিবাচক সংবাদ চীন পক্ষ লক্ষ্য করেছে এবং তাকে স্বাগত জানায় ।
খুং ছুয়েন জোর দিয়ে বলেছেন , চীন পক্ষ মনে করে . ছ' পক্ষীয় বৈঠক সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোরিয়া উপদ্বীপের পারমানবিক সমস্যা সমাধান করার একমাত্র নির্ভুল পথ , বিভিন্ন পক্ষের উচিত পথটিতে অটল থাকা এবং অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে পারমানবিক সমস্যার চূড়ান্ত সমাধানের জন্যে এক শান্তিপূর্ণ পদ্ধতি খুঁজে বের করা ।
খুংছুয়েন আরও বলেছেন , চীন বরাবরই ছ' পক্ষীয় বৈঠক আবার শুরু করার প্রচেষ্টা চালিয়ে আসছে । উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্র আন্তরিকতার সঙ্গে বৈঠকটি আবার শুরু করার জন্যে এক ভাল পরিবেশ সৃষ্টি করবে বলে চীন আশা করে ।
|