চীনের জাতীয় বিদ্যুত তত্ত্বাবধান কমিশনের ভাইস চেয়ারম্যান সি ইয়ুপো ১২ তারিখে পেইচিংয়ে বলেছেন , এ বছরে চীনের বিদ্যুত সরবরাহের অভাব গত বছরের তুলনায় কিছু প্রশমিত হবে ।
অর্থনীতিরদ্রুত বৃদ্ধিতে সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিদ্যুত ব্যয়ও দ্রুতবেগে বেড়েছে । যার ফলে বিদ্যুত সরবরাহে অভাবের পরিস্থিতি দেখা দেয় ।একই দিনে আয়োজিত চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য জ্ঞাপন সভায় সি ইয়ুপো বলেছেন , এ বছরে চীনে বিদ্যুতের সরবরাহের অভাব গত বছরের তুলনায় মাত্রা আর আওতার দিক থেকে কিছুটা প্রশমিত হবে ।
তিনি বলেছেন , এ বছরে চীনে নতুন বসানো জেনারেটিং-সেটের বিদ্যুত উত্পাদন-ক্ষমতা সাড়ে ৬ কোটি কিলোওয়াট-ঘন্টা হবে ।
জানা গেছে , এ বছরে চীনের বিদ্যুতের ব্যবহার ২৪০০ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা যাচ্ছে ।গত বছরের তুলনায় এ পরিমান ১২ শতাংশ বেশী ।
|