চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়াস্যুয়েন ১২ তারিখে পেইচিংয়ে ই ইউর ত্রয়কা পররাষ্ট্রমন্ত্রীদেরসঙ্গে সাক্ষাত করার সময়ে বলেছেন , চীন ও ই ইউ দুপক্ষকে সবসময় রনগত আর দূরদর্শী দিক থেকে দুপক্ষের সম্পর্ককে দেখতে হবে , দুপক্ষের বন্ধুত্ব ও সহযোগিতার সুযোগ আকড়ে ধরে অবিচলিতভাবে চীন-ই ইউ সহযোগিতা সামনে নিয়ে যেতে হবে ।
থাং চিয়াস্যুয়েন বলেছেন , দুপক্ষের উচিত পরিপূর্ণভাবে সমন্বয়- ব্যবস্থার ভূমিকা পালন করে বাধা অতিক্রম করে নানা ইতিবাচক উপাদান কাজে লাগিয়ে , সমতা ও পারস্পরিক উপকারিতায় অটল থেকে পরস্পরের গুরুতর উদ্বেগ নিরসন করা । যাতে চীন- ই ইউ সম্পর্ক আরও ভালভাবে পরস্পরের মৌলিক স্বার্থের সেবা করতে পারে ।
ই ইউ পক্ষ বলেছে , ই ইউর লক্ষ্য হল , অনবরতভাবে চীনের সাথে রনগত অংশীদারীত্বের সম্পর্ককে গভীরে নিয়ে যাওয়া ও সম্প্রসারণ করা । ই ইউ পক্ষ পরিপূর্ণভাবে বর্তমান সুবর্ন সুযোগে চীন পক্ষের সঙ্গে সহযোগিতা করে নানা ধরনের সমন্বয়-ব্যবস্থা উন্নত করে দুপক্ষের সম্পর্ককে নুতন পর্যায়ে উন্নীত করার জন্যে অক্লান্তভাবে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।
|