v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-13 18:00:05    
১৭ বিলিয়ন রেনমিনপি অর্থবিনিয়োগে "কৃষক,কৃষি ও গ্রামাঞ্চলের" উপকার

cri
    ছেনতু শহরের তা ইয়ে জেলার আন রেনের কৃষকদের নতুন গ্রামে এঁকে এঁকে বয়ে চলা ছোট নদীর পারে একটার পর একটা বসতবাড়ী সারিবদ্ধভাবে দাঁড়ানো । একটি সুন্দর চকমিলানো বাড়ীতে বড় "কৃষক পরিবারে আনন্দ" সাইনবোর্ডটা টাঙ্গানো । এটি একটি রেস্তোঁরা । এখানে খেতে আসা অতিথিদের ভীষণ ভিড় । রেস্তোঁরার মালিক লি চিয়েন রু সংবাদদাতাকে বলেছেন , "এক বছর আগেও আমি ছিলাম নীরেট চাষী । আমি ভাবতে পারি নি যে , এখন আমি শহুরে হয়েছি , রেস্তোঁরার মালিকও হয়েছি।"

    চাষাবাদ থেকে নিজে রেস্তোঁরা খোলা পযর্ন্ত , মাটির ঘর থেকে বাগানবাড়ী পযর্ন্ত এবং চাষী থেকে শহুরে পযর্ন্ত লি চিয়েন রু'দের এই স্বপ্ন বাস্তবায়নের মূলে রয়েছে ছেনতু শহরের বিপুল প্রয়াসে প্রবতির্ত "শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের আথর্সামাজিক উন্নয়ন সমন্বিতকরণ এবং শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের একীভূতকরণ ত্বরান্বিতকরণের" রণনৈতিক ব্যবস্থা ।

    জানা গেছে , ২০০৪ সালে ছেনতু শহর "কৃষক , কৃষি ও গ্রামাঞ্চল" খাতে মোট ১৭ বিলিয়ন রেনমিনপি অর্থবিনিয়োগ করেছে । এর মধ্যে বিভিন্ন স্তরের সরকারের বিনিয়োজিত অর্থ প্রায় ৫.৮ বিলিয়ন রেনমিনপি এবং আহরিত বেসরকারী পুজি ১১.২ বিলিয়ন রেনমিনপি । কৃষকদের আয়ের বৃদ্ধিহার প্রথমবারের মতো শহরাঞ্চলের অধিবাসীদের ছাড়িয়ে গিয়েছে । কৃষকদের সত্যিকার উপকার হয়েছে ।

    পুজি সবসময় শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের উন্নয়ন সমন্বিতকরণের সবচেয়ে কঠিন সমস্যা । ছেনতু শহর বাজারের মাধ্যমে সম্পদের বন্টন করে বিজ্ঞানসম্মত ও যুক্তিসংগতভাবে শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের সম্পদের বন্দোবস্ত করে অপেক্ষাকৃত কম জনশক্তি,বৈষয়িক শক্তি ও সময় ব্যয়ে সবচেয়ে ভালো অথর্নৈতিক , সামাজিক ও প্রাকৃতিক ফলপ্রসূতা অজর্ন করে সুন্দরভাবে এই কঠিন সমস্যা সমাধান করেছে ।

    শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের একীভূতকরণ প্রক্রিয়ায় সিন চিন জেলার শিল্প উন্নয়ন এলাকায় তিনটি বড় রাস্তা নিমার্ন এবং পানি , বিদ্যুত ও গ্যাস ইত্যাদির নল বসাতে প্রায় ৩০ কোটি রেনমিনপি দরকার । অথচ ২০০৪ সালের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পযর্ন্ত এই জেলার মোট নীট আয় মাত্র ২৩ কোটি ৮০ লক্ষ রেনমিনপি । অথার্ত্ এই জেলার মোট আয় ব্যয়ের তুলনায় অপ্রতুল । তবে উপায় কি? সিন চিন জেলা ভূমি নিলাম , বেসরকারী পুজি আহরণ ইত্যাদি উপায়ে বিভিন্নভাবে পুজি সংগ্রহ করে রাস্তাগুলোর নিমার্ন ও বিভিন্ন নল বসানোর কাজ সম্পন্ন করেছে ।

    ছেনতু শহরের অন্যান্য এলাকা ও জেলাও নানা ব্যবস্থা নিয়েছে । ছিন ইয়াং এলাকা শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুজি ও দক্ষ ব্যক্তিদে ধার করে পেশাদার কোম্পানি গঠন করেছে এবং প্রয়োজনীয় বিরাট অংকের পুজি সংগ্রহ করেছে । তু চিয়াং ইয়েন উপশহর প্রকাশ্যে ট্যাক্সী , মিনিবাস ও রিকশার পরিসেবার অধিকার নিলামে বিক্রি করে উপশহরের নিমার্নের জন্য পাঁচ কোটি রেনমিনপি অর্থ যোগাড় করেছে । ইত্যাদি ইত্যাদি ।

    ছেনতু শহরের বিভিন্ন এলাকা , উপশহর ও জেলা বাজার ব্যবস্থার উপর নির্ভর করে বেসরকারী পুজিবিনিয়োগ আহরণ করার মাধ্যমে কৃষকদের কেন্দ্রীভূত আবাসিক এলাকা নিমার্ন খাতে আট কোটি বাহাত্তর লক্ষ চল্লিশ হাজার রেনমিনপি অর্থ কম বিনিয়োগ করেছে । তা ইয়ে জেলার আন রেন টাউনের কৃষকদের কেন্দ্রীভূত আবাসিক এলাকা নিমার্নের ক্ষেত্রে জেলার অর্থ বিভাগ শুধু পানি , বিদ্যুত্ গ্যাস ইত্যাদি বুনিয়াদী ব্যবস্থা নিমার্ন খাতে অর্থবরাদ্দ করেছে । অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় পুঁজি সমাজের অলস পুঁজি থেকে পাওয়া । এভাবে স্থানীয় ৩০ লক্ষেরও বেশী কৃষক পরিবারের নতুন বাড়ীতে স্থানান্তরণের সমস্যা সমাধান করা হয়েছে ।

    জানা গেছে ,প্রধানত: কৃষি ও গ্রামাঞ্চল খাতে ,বিশেষ করে কৃষিজাত দ্রব্য উত্পাদন ও বিক্রয় এবং গ্রামাঞ্চলের শিল্প ,শিক্ষা ,পযর্টন ইত্যাদি খাতে ১১.২ বিলিয়ন বেসরকারী পুঁজি বিনিয়োজিত হয়েছে । কৃষকদের নতুন বসতবাড়ী নিমার্ন খাতে বিনিয়োজিত পুজির পরিমাণও মোট বেসরকারী পুঁজির ১১.২৮ শতাংশ হয়েছে ।