চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১২ তারিখে পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন , বিভিন্ন স্তরের সরকারকে নিজ নিজ সংস্কার জোরদার করতে হবে , যাতে গোটা অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারে নতুন অগ্রগতি অর্জন করা যায় ।
১২ তারিখে আয়োজিত এক সভায় ওয়েন চিয়াপাও জোর দিয়ে বলেছেন , নিজের সংস্কার সামনে নিয়ে যেতে হলে সরকারের নিয়ন্ত্রণ থেকে শিল্পপ্রতিষ্ঠানকেআলাদা করতে হবে । বিভিন্ন স্তরের সরকারকে সরাসরিভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উত্পাদন ও ব্যবসায় হস্তক্ষেপ বর্জন করতে হবে , শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তাদের পূঁজিবিনিয়োগের নীতি প্রনয়নে স্বাধীনতা দিতে হবে ,এবং সত্যিকারভাবে শিল্পপ্রতিষ্ঠানের স্ব-শাসনের অধিকার বাস্তবায়ন করতে হবে । বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক ভিত্তিতে নীতি প্রনয়নে অটল থাকতে হবে , জনসাধারনের অংশ নেয়া আর বিশেষজ্ঞদের তাত্ত্বিক ভিত্তির সঙ্গে সরকারের নীতি প্রনয়নেরসমন্বয় ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে , সচেতনভাবে নানা ক্ষেত্রের তত্ত্বাবধান গ্রহন করে জনসাধারনের স্বার্থের ক্ষতিকারকনানা ভুল আচরন সংশোধন করতে হবে । যাতে সংস্কার ও ব্যবস্থারনির্মানকে কেন্দ্র করে সহজ ও স্বচ্ছল সরকার গঠন ও দুর্নীতি বিরোধী সংগ্রাম জোরদার করা যায় ।
|