চীন এবং আসিয়ানের দেশগুলোর টেলিযোগাযোগ বিভাগগুলো ১২ মে পেইচিংয়ে তথ্য টেলিযোগাযোগ ক্ষেত্রে অংশিদারী সম্পর্ক স্থাপনের জন্য পেইচিং ঘোষণা প্রকাশ করেছে।
ঘোষণায় জোর দিয়ে বলা হয়েছে, তথ্য ও টেলিযোগাযোগ ক্ষেত্রে চীন এবং আসিয়ানের দেশগুলোর সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। ষোষণায় আরো বলা হয়েছে, তথ্য ও টেলিযোগাযোগ অবকাঠামো, নেটওয়ার্ক ও তথ্য নিরাপত্তা, বাণিজ্য ও সুবিধাজনক পুঁজিবিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে চীন এবং আসিয়ানের উচিত আন্তঃসরকার সংলাপ ও আদান-প্রদান গভীর করা, যাতে তথ্য শিল্পে চীন ও আসিয়ানের আরো সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করা যায়।
পেইচিং ঘোষণার অনুমোদন হচ্ছে পেইচিংয়ে উদ্বোধন হওয়া চীন-আসিয়ান টেলিযোগাযোগ সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। একইদিন দু'পক্ষ চীন-আসিয়ান তথ্য ও টেলিযোগাযোগ সহযোগিতা ওয়েব-সাইট চালু করেছে।
|