v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-12 19:43:01    
চীনে বিনামূল্যে রক্তদান ব্যবস্থা প্রবতর্নে উল্লেখযোগ্য সাফল্য অজির্ত হয়েছে

cri
    বিনামূল্যে রক্তদান ব্যবস্থা সমাজের সভ্যতা ও অগ্রগতির নিদশর্ন হিসেবে বহু দেশে জনপ্রিয় করে তোলা হয়েছে । ছয় বছর আগে চীনে এই ব্যবস্থার প্রবতর্ন ব্যাপকভাবে শুরু হয় এবং এতে বেশ ভালো ফল-ও পাওয়া গেছে । ফলে চিকিত্সা ক্ষেত্রে রক্ত ব্যবহারের নিরাপত্তা কাযর্করভাবে নিশ্চিত হয়েছে ।

    রক্তদান সম্পর্কে বহু চীনারই ততটা বিজ্ঞানসম্মত ধারণা ছিলো না বা নেই । তারা মনে করতেন বা করেন , রক্তদানের ফলে নিজেরই স্বাস্থ্যের ক্ষতি হবে , তাই বিনামূল্যে রক্তদানকারীর সংখ্যা অল্প । ১৯৯৮ সালে চীনে বিনামূল্যে দেয়া রক্তের পরিমান চিকিত্সা ক্ষেত্রে ব্যবহৃত রক্তের পরিমানের মাত্র ২০ শতাংশের মতো ছিলো । চিকিত্সা ক্ষেত্রে ব্যবহৃত বাকী রক্ত এসেছে সমূল্যে রক্তদানকারীদের কাছ থেকে । সমূল্যে রক্তদানকারীদের অধিকাংশই হলেন কৃষক ও শহরাঞ্চলের নিম্ন আয়ভোগী । তারা রক্তদানকে তাদের আথির্ক আয়ের একটি উত্স হিসেবে গণ্য করে থাকেন । তাই কেউ কেউ রোগাক্রান্ত হয়েও তা খুলে না বলে অব্যাহতভাবে তাদের রক্ত বিক্রি করে থাকেন । তার উপর তখন চীনে রক্ত পরীক্ষার উপায় ততটা কড়াকড়ি ও নিয়মমাফিক ছিলো না বলে রক্ত সরবরাহের কারণে এইড্সরোগ , যকৃতের প্রদাহ ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার ঘটনা মাঝে মাঝেই ঘটতো ।

    চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিত্সা নীতি বিভাগের উপপ্রধান ওয়ান ইয়ু বলেছেন ,

    "১৯৯৮ সাল থেকে চীনের বিনামূল্যে রক্তদানের কাজ আইনের কক্ষপথে আনা হয়েছে এবং এতে এপযর্ন্ত যথেষ্ট অগ্রগতি অজির্ত হয়েছে । সমাজের বিভিন্ন মহল ও ব্যাপক জনসাধারণের অংশগ্রহণের ফলে ২০০৩ সালে চিকিত্সা ক্ষেত্রে ব্যবহৃত রক্তের মধ্যে বিনামূল্যে দেয়া রক্তের অনুপাত ১৯৯৮ সালের চেয়ে ৬০ শতাংশেরও বেশী বেড়েছে । চিকিত্সা ক্ষেত্রে জনসাধারণের রক্ত ব্যবহারের নিরাপত্তায় যথেষ্ট অগ্রগতি অজির্ত হয়েছে ।"

    ৫০ বছরেরও বেশী বয়সের কাও ইউন হুয়া হচ্ছেন দক্ষিণপূবর্চীনের ফুচিয়েন প্রদেশের ফুচৌ শহরের একজন কৃষক । গত দশ বছরে তিনি অনেকবার বিনামূল্যে মোট ৩০ লিটারেরও বেশী রক্ত দান করেছেন । তিনি বলেছেন ,

    "আমি মনে করি ,রক্তদান হচ্ছে গোটা সমাজের পারস্পরিক ভালবাসা দানের একটি তত্পরতা । শুধু দুয়েকজন রক্ত দান করলে সমাজের চাহিদা মোটেই মেটানো যায় না । তাই রক্তদানের ফলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয় না এই তথ্য বাস্তবতা দিয়ে সপ্রমাণ করা এবং সুস্থ লোকদেরকে স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদানকারী বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করার জন্য আমি সাইকেল চালিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নিজে রক্ত দানের সঙ্গে সঙ্গে বিনামূল্যে রক্তদান সম্পকির্ত জ্ঞান প্রচার করেছি ।"

    কাও ইউন হুয়া'র মতো বিনামূল্যে রক্তদান জনপ্রিয় করে তোলার ব্রতে নিবেদিত প্রাণ চীনে আরো অনেক রয়েছেন ।

    চীনের যাবতীয় প্রদেশের মধ্যে হোনান প্রদেশের বিনামূল্যে রক্তদান কাজে অজির্ত অগ্রগতি সমাজের বিভিন্ন মহলের আরো বেশী দৃষ্টি কেড়েছে । কারণ এই প্রদেশে এককালে বেশ কিছু কৃষকের রক্ত বিক্রির কারণে এইড্সরোগে আক্রান্ত হওয়ার অবস্থা দেখা দিয়েছিল । হোনান প্রদেশের রক্তদানের কাজের বতর্মান অবস্থা সম্পর্কে এই প্রদেশের ডেপুটি গভর্ণর ম্যাদাম ওয়ান চু মেই বলেছেন ,

    "হোনান প্রদেশে বিনামূল্যে রক্তদান ব্যবস্থা মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়েছে । বতর্মানে একটানা ছয় বছর ধরে গোটা প্রদেশে চিকিত্সা ক্ষেত্রে ব্যবহৃত রক্তের শতকরা একশো ভাগ এসেছে বিনামূল্যে রক্তদানকারীদের কাছ থেকে । ব্যাপক জনসাধারণ নিশ্চিন্তে নিরাপদ রক্তই ব্যবহার করছেন । এই প্রদেশে রক্ত সংগ্রহ ও সরবরাহের উপায়ে রোগ ছড়ানোর প্রবণতা সাবির্কভাবে রোধ করা হয়েছে ।"

    চীনের রেডক্রস সোসাইটির প্রধান ম্যাদাম ফেন ফেই ইউন বলেছেন , "চীনের সংশ্লিষ্ট বিভাগ দৃঢ় ,নিরলস ও সক্রিয়ভাবে বিনামূল্যে রক্তদানের কাজ ত্বরান্বিত করতে থাকবে এবং আরো কয়েক বছরের মধ্যে সারা দেশের চিকিত্সা ক্ষেত্রে শুধু বিনামূল্যে রক্তদানকারীদের রক্ত ব্যবহার আর দৃঢ়ভাবে রক্ত সংগ্রহ ও সরবরাহের উপায়ে এইড্স ইত্যাদি রোগ ছড়ানো রোধ করার লক্ষ্য অজর্নের জোর প্রচেষ্টা চালাবে ।"