ই.উ. পরিষদের ভাইস চেয়ারপার্সন ওয়ালস্ট্রোম ১১ তারিখে বলেছেন , এপর্যন্ত ই.উ.'র প্রায় একতৃতীয়াংশ সদস্যরাষ্ট্র "ই.উ.'র সংবিধান চুক্তি" অনুমোদন করেছে । এর অর্থ হচ্ছে এই যে , ই.উ. চুক্তিটির আনুষ্ঠানিক কার্যকরীকরণের দিকে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়েছে । অষ্ট্রিয়া ও স্লোভাকিয়ার সংসদ ঐদিন যথাক্রমে "ই.উ.'র সংবিধান চুক্তি" অনুমোদন করেছে । ওয়ালস্ট্রোম এক বিবৃতিতে তাকে স্বাগত জানিয়েছেন । বিবৃতিতে তিনি বলেছেন , মে মাসে ই.উ.'র কিছু সদস্যরাষ্ট্রের সংসদ "ই.উ.'র সংবিধান চুক্তি" অনুমোদন করবে । এর মধ্যে অষ্ট্রিয়া ও স্লোভাকিয়া হচ্ছে সর্বাগ্রে অনুমোদন দানকারী দু'টি দেশ ।
এপর্যন্ত ই.উ.'র ২৫টি সদস্যরাষ্ট্রের মধ্যে ৭টি "ই.উ.'র সংবিধান চুক্তি" অনুমোদন করেছে । এই ৭টি রাষ্ট্র হচ্ছে যথাক্রমে লিথুয়েনিয়া , হাংগেরী , স্লোভেনিয়া , ইতালি , গ্রীস , অষ্ট্রিয়া ও স্লোভাকিয়া ।
|